বাড়ি ফেরার পথে মৌমাছির মরণ কামড়, হাসপাতালে মৃত্যু বৃদ্ধের
Wednesday, October 20 2021, 2:36 am
Key Highlightsরাষ্ট্রায়ত্ত সংস্থা বি. ও. জি এল-এর অবসরপ্রাপ্ত আধিকারিক দুয়ারী প্রসাদ সিং গত সোমবার ব্যাঙ্কের কাজ সেরে বাড়ি ফেরার সময় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে কাছে কয়েকটি মৌমাছি তাঁকে ঘিরে ধরে। তৎক্ষণাৎ তিনি হাত ছিটিয়ে মৌমাছিগুলিকে তাড়াতে গেলে তাঁর শরীরে হুল ফুটে যায়। সেখানে থাকা বাকিদেরকেও মৌমাছি ঘিরে ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। দুয়ারী প্রসাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। আগেও মৌমাছির কামড় ঐ এলাকায় বেশ কয়েকজনের প্রাণ কেড়েছে। বন দপ্তরের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় কাউন্সিলার।