Pakistani Spy | গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঞ্জাব পুলিশের জালে এক সেনা জওয়ান! ISIকে তথ্য পাচার করতেন কর্মী!
Thursday, July 17 2025, 4:44 am
Key Highlightsএকাধিক জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগ গ্রেপ্তারও করা হয়েছে। এ বার সেই অভিযোগেই একজন ভারতীয় সেনা জওয়ানকে গ্রেপ্তার করা হলো।
পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কড়া ধরপাকড় শুরু করেছে পুলিশ। এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেপ্তার করলো পাঞ্জাব পুলিশ। ধৃতের নাম দেবেন্দর সিং। দেবেন্দর সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে ভার্চুয়াল নম্বর সম্বলিত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (ISI)এর কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। ১৫ জুলাই দেবেন্দরকে মোহালি আদালতে তোলা হয়েছিল।

