Amul | কলকাতায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা তৈরি করবে আমূল! দৈনিক তৈরি হবে ১০ লক্ষ কেজি দই ও ১৫ লক্ষ লিটার দুধ!
Saturday, February 8 2025, 2:32 pm
Key Highlightsকলকাতাতেই বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা তৈরি করতে চলেছে আমূল।
বাংলা পেলো ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। জানা গিয়েছে, কলকাতাতেই বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা তৈরি করতে চলেছে আমূল। গুজরাট কো অপারেটিভ মিল্ক ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সদ্য শেষ হওয়া অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেই এই বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। আমূলের ম্যানেজিং ডিরেক্টর জে মেহতা বলেন, “কলকাতায় ইন্টিগ্রেটেড ডেয়ারি প্ল্যান্ট তৈরি করা হবে। বিশ্বের বৃহত্তম দই প্রস্তুতকারক কারখানা তৈরি হবে। কারখানা তৈরি হলে দিনে ১০ লক্ষ কেজি দই উৎপাদন করা যাবে। পাশাপাশি ১৫ লক্ষ লিটার দুধও উৎপাদন করা হবে।”
- Related topics -
- শহর কলকাতা
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
- আমূল

