Golden Temple | হোলিতে রক্তে লাল হলো অমৃতসরের স্বর্ণমন্দির! দুষ্কৃতীর লোহার রডের আঘাতে গুরুতর জখম ৫

শুক্রবার সন্ধ্যা নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হাতে লোহার রড নিয়ে স্বর্ণমন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। রডের আঘাতে মন্দিরের স্বেচ্ছাসেবক-সহ ৫ জন গুরুতর জখম হন।
হোলির দিন অমৃতসরের স্বর্ণমন্দিরে হামলা। শুক্রবার সন্ধ্যাবেলা স্বর্ণমন্দিরের গুরু রামদাস লঙ্গরখানার পাশে একটি কমিউনিটি কিচেনে জড়ো হয়ে প্রসাদ গ্রহণ করছিলেন বহু মানুষ। স্বেছাসেবকেরা তাঁদের প্রসাদ বিতরণ করছিলেন। হঠাৎ ভিড়ের মধ্যেই এক ব্যক্তি লোহার রড নিয়ে জনতার উপর এলোপাথাড়ি চালাতে থাকে। তাকে আটকাতে গিয়ে মন্দিরের স্বেচ্ছাসেবক সহ ৫ জন গুরুতর জখম হন। আহতদের গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে। ধৃত জুলফানকে স্বর্ণমন্দিরে হামলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- অমৃতসর
- স্বর্ণমন্দির
- দুষ্কৃতী হামলা
- আহত