Amrit Bharat Express | গতিবেগ ঘণ্টায় ১৩০ কিমি, টিকিট ভাড়া ৮০০ টাকা! স্বাচ্ছন্দ্যে হাওড়া থেকে ট্রেন ভ্রমণ!
Wednesday, April 30 2025, 6:30 am
Key Highlightsবন্দে ভারতের পর ভারতীয় রেলের নয়া চমক অমৃত ভারত এক্সপ্রেস। মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বিভিন্ন রুটে ওই ট্রেন চালানো হচ্ছে রেলের তরফে।
কম খরচে, বেশি স্বাচ্ছন্দ্যে এবার ট্রেনে ভ্রমণ, বন্দে ভারতের পর ভারতীয় রেলের নয়া চমক অমৃত ভারত এক্সপ্রেস। মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বিভিন্ন রুটে ওই ট্রেন চালানো হচ্ছে রেলের তরফে। আর এই তালিকায় রয়েছে হাওড়াও। রেল সূত্রে খবর, এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। মোট ২৩টি স্টেশনে থামবে এই ট্রেন। ট্রেনে থাকবে স্লিপার ও জেনারেল কোচ। আর হাওড়া থেকে মুম্বই যাওয়ার জন্য স্লিপার কোচের ভাড়া ধার্য করা হচ্ছে ৮০০ টাকা।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড

