Kolkata | এশিয়ার সেরা ১৫টি শহরের মধ্যে আট নম্বরেই কলকাতা, প্রথম স্থানেও ভারতের আরেক শহর
Sunday, October 6 2024, 6:08 am
Key Highlightsআরজিকর কাণ্ডের বিতর্কের মাঝেই এশিয়ার সেরা শহরের তালিকায় কলকাতার নাম।
আরজিকর কাণ্ডের বিতর্কের মাঝেই এশিয়ার সেরা শহরের তালিকায় কলকাতার নাম। আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন ‘ট্রাভেল প্লাস লেজারে'র তরফে একটি সমীক্ষা করে জানতে চাওয়া হয়েছিল, এশিয়ার কোন কোন শহর সেরা? সেই সমীক্ষা যে প্রথম ১৫টি শহরের নাম উঠে এসেছে, তাতে আট নম্বরে রয়েছে কলকাতা। ভারতের আরও তিনটি শহর রয়েছে এই তালিকায়। কলকাতা আট নম্বরে, জয়পুর নয় নম্বরে আর মুম্বই ১৪ নম্বরে।এছাড়াওতালিকার এক নম্বরেই রয়েছে ভারতেরই একটি শহর উদয়পুর।
- Related topics -
- শহর কলকাতা
- অন্যান্য
- ভারত

