কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বরে উপস্থিত হবে সরাষ্ট্রমন্ত্রী, তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি কর্মীরা!
Friday, November 6 2020, 7:04 am
Key Highlightsদক্ষিনেশ্বর হল কলকাতার একটি তীর্থস্থান। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মা ভাবতারিনীকে দর্শন করতে দক্ষিনেশ্বেরে পৌঁছাবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকালই তিনি পশ্চিমবঙ্গে সফরে এসেছিলেন। মা ভাবতারিনীকে পুজোও দেবেন তিনি । এ প্রসঙ্গে নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যে তাঁর হাতেই থাকবে বরণের ডালা। ইতিমধ্যেই তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছেন বিজেপি দলের অন্যান্য কর্মীরা। তাঁর আশা নিয়ে দলের সবার টানটান উত্তেজনা।
- Related topics -
- রাজ্য
- সরাষ্ট্রমন্ত্রী
- অমিত শাহ

