আন্তর্জাতিক

Lashkar-e-Taiba | গুরুতর জখম লস্কর প্রধান সন্ত্রাসবাদী আমির হামজ়া! গুলি করা হয়েছে তাঁকে

Lashkar-e-Taiba | গুরুতর জখম লস্কর প্রধান সন্ত্রাসবাদী আমির হামজ়া! গুলি করা হয়েছে তাঁকে
Key Highlights

গুরুতর জখম লস্কর-ই-তৈবার সহ-প্রতিষ্ঠাতা ও লস্কর প্রধান হাফিজ় সইদের ডান হাত আমির হামজ়া।

পাক ভূমিতে গুরুতর জখম হয়েছেন লস্কর ই তৈবার সহ প্রতিষ্ঠাতা ও লস্কর প্রধান হাফিজ় সইদের ডান হাত আমির হামজ়া। বর্তমানে তিনি লাহোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা সঙ্গীন, যেকোনো সময় মৃত্যু হতে পারে তাঁর। সূত্রের খবর , অজ্ঞাত আততায়ীর গুলিতে আহত হয়েছেন তিনি। তবে কোনও পাকিস্তানি সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেনি। উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই জঙ্গি সংগঠন হিসেবে মান্যতা পেয়েছে লস্কর ই তৈবা। আমির হামজ়া নিজে একজন ঘোষিত সন্ত্রাসবাদী।