Red Cross | যুদ্ধ পরিস্থিতিতে অশান্ত জম্মু-কাশ্মীর, হাসপাতালের ছাদে রেড ক্রস আঁকার নির্দেশ দিলো কেন্দ্র
Friday, May 9 2025, 3:28 pm

ভারত পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে দেশের হাসপাতালগুলির ছাদে রেড ক্রস চিহ্ন আঁকতে নির্দেশ দেওয়া হল।
ভারত পাকিস্তান যুদ্ধের আবহে উত্তপ্ত বর্ডার এলাকা। এবার দেশজুড়ে সমস্ত হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন আঁকতে নির্দেশ দিলো কেন্দ্র। ১৯৪৯ সালে জেনেভা কনভেনশানে হাসপাতালে ছাদে রেড ক্রস আঁকার এই প্রথা চালু করা হয়। জেনেভা কনভেশনের সিদ্ধান্ত অনুযায়ী, দেশে যুদ্ধ বাঁধলেও প্রতিপক্ষ দেশের হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উপর কোনওভাবেই আঘাত করা যায় না। বিপক্ষের ফাইটার জেট যাতে আলাদাভাবে হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র শনাক্ত করে এড়িয়ে যেতে পারে তাই হাসপাতালের ছাদে লাল রঙের ক্রস আঁকা হয়।
- Related topics -
- দেশ
- পহেলগাঁও জঙ্গি হামলা
- অপারেশন সিঁদুর
- পাকিস্তান
- পাকিস্তান পার্লামেন্ট
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- যুদ্ধ
- যুদ্ধবিমান
- যুদ্ধজাহাজ
- মিগ-২৯কে যুদ্ধ বিমান
- ভারত
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- বেসরকারি হাসপাতাল
- জম্মু-কাশ্মীর