TCS Salary Hike | কর্মী ছাঁটাইয়ের পরেই বেতনবৃদ্ধি! খুশির খবর শোনাল টিসিএস

Thursday, August 7 2025, 5:04 am
highlightKey Highlights

টিসিএসের তরফে জানানো হয়েছে, ৮০ শতাংশ কর্মীর বেতন রিভিশন করা হয়েছে।


সপ্তাহ খানেক আগেই তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের সিইও জানিয়েছিলেন, বিশ্ব জুড়ে টিসিএসের মোট কর্মক্ষমতার ২ শতাংশ ছাঁটাই করা হবে। অর্থাৎ ১২ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন। তবে তারপরই কর্মী নিয়োগ স্থগিত রেখেছিল তাঁরা। বুধবার সংস্থার মানব সম্পদ বিভাগের তরফে ইমেইল করে সমস্ত কর্মীদের জানানো হয়েছে, ৮০ শতাংশ কর্মীর বেতন রিভিশন করা হয়েছে। বেতন বাড়তে চলেছে জুনিয়র ও মিড লেভেলের কর্মীদের। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই বেতন বৃদ্ধি কার্যকর হবে, জানিয়েছে সংস্থা। তবে কত শতাংশ বেতন বৃদ্ধি হবে তা জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File