Key Highlights
আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলার শক্তি সঞ্চয় ও ইক্যুইটির মতো ঝুঁকির সম্পদের প্রতি লগ্নিকারীদের আগ্রহের জেরে দাম কমল সোনার। এদিন বিশ্ব বাজারে স্পট গোল্ডের দাম 0.10 শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রতি প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে 1,720 মার্কিন ডলার। এছাড়া মার্কিন ফিউচার গোল্ডের দরও পিছলে গিয়েছে। মার্কিন অর্থনীতির হাল ফেরার সম্ভাবনা লগ্নিকারীদের মধ্যে আশা সঞ্চার করেছে। এছাড়া ব্যাপক টিকাকরণ কর্মসূচি শুরুর ফলশ্রুতিতে ডলারের দাম বেড়েছে।
- Related topics -
- অর্থনৈতিক
- আন্তর্জাতিক বাজার
- সোনার দর
- সোনা