বেসামাল পরিস্থিতি - ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফসির তিন পরামর্শ

Friday, May 7 2021, 4:56 am
highlightKey Highlights

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি সম্প্রতি গোটা বিশ্বের কোভিড পরিস্থিতি নিয়ে সিএনএন-সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ভারতের বর্তমান বেসামাল পরিস্থিতি সম্পর্কেও তিনি তাঁদের বক্তব্য পেশ করেছেন। তাঁর মতানুযায়ী, সংক্রমণ শৃঙ্খল ভাঙতে টানা ৬ মাসের জন্য না হলেও, প্রয়োজন অনুযায়ী ২-৪-৬ সপ্তাহের লকডাউন করতে হবে। আমেরিকার ন্যাশনাল গার্ড যেমন দেশের কোনায় কোনায় করোনা টিকা পৌঁছে দিচ্ছে, তেমনই ভারতেও সেই ব্যবস্থা করা প্রয়োজন। অতিমারির শুরুতে চিন যেভাবে দ্রুত হাসপাতাল বানিয়েছিল, ঠিক তেমনই প্রয়োজনে ভারতীয় সেনার সাহায্যে অস্থায়ী হাসপাতাল তৈরী করতে হবে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে এই তিনটি পরামর্শ দিয়েছেন ফসি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File