Los Angeles Fire । বিধ্বংসী আগুনে পুড়ে খাক ১০টি অলিম্পিক পদক , হতাশ সাঁতারু গ্যারি হল জুনিয়র

Saturday, January 11 2025, 2:27 pm
highlightKey Highlights

অলিম্পিকে ১০টি পদক জিতেছেন মার্কিন সাঁতারু গ্যারি হল জুনিয়র। লস অ্যাঞ্জেলসের আগুনে ঝলসে গিয়েছে তাঁর প্রত্যেকটি পদক।


টানা চারদিনে লস অ্যাঞ্জেলসের সর্বগ্রাসী আগুন কেড়েছে অসংখ্য সেলেবের সর্বস্বটুকু। কিছুটা এমন কাহিনী অলিম্পিকজয়ী সাঁতারু গ্যারি হল জুনিয়ররেরও। দাবানলে পুড়ে খাক হয়েছে তাঁর ১০টি অলিম্পিক পদক। গ্যারি ২০০০ সালের সিডনি এবং ২০০৪ সালের অ্যাথেন্স অলিম্পিকে সবমিলিয়ে মোট পাঁচটি সোনা জিতেছেন সুইমিং পুল থেকে। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদকও। অবসর নেওয়ার পর গ্যারি বাড়ি ভাড়া করে লস অ্যাঞ্জেলসেই থাকতেন। এদিন কোনোমতে প্রাণ বাঁচিয়েছেন তিনি, খুইয়েছেন সর্বস্ব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File