Panama Canal | বাড়ছে চিনা আধিপত্য! পানামা ক্যানেল ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলো আমেরিকা
Monday, December 23 2024, 4:29 pm
Key Highlightsঅভিযোগ, পানামা ক্যানেল ব্যবহারকারী মার্কিন জাহাজগুলি থেকে অন্যায়ভাবে বাড়তি কর আদায় করছে চীন।
উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে নির্মিত দুই মহাসাগরের সংযোগ পথ পানামা খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। বর্তমানে বিশ্বের ৫ শতাংশ পণ্যে পরিবহণ করা হয় এই খাল পথে। কিন্তু সেখানে বেড়েছে চিনা আধিপত্য। এমনকি অভিযোগ, পানামা ক্যানেল ব্যবহারকারী মার্কিন জাহাজগুলি থেকে অন্যায়ভাবে বাড়তি কর আদায় করছে চীন। এই আবহেই আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, যদি পানামা প্রশাসন সঠিকভাবে এই খাল পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে আমেরিকা সেটি ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- চিন
- চীন
- আমেরিকা
- বাণিজ্য

