Sikh Deportees | শিখদের মাথার পাগড়ি খুলেছে আমেরিকা? ভাইরাল বিতাড়িত শিখদের ভিডিও!
Monday, February 17 2025, 7:15 am

রবিবার রাতে তৃতীয় দফায় ১১৬ জন ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনার বিমান।
রবিবার রাতে তৃতীয় দফায় ১১৬ জন ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনার বিমান। কিন্তু সেই বিমান থেকে বেরোনোর সময় দেখা যায়, কয়েকজন শিখের মাথায় নেই পাগড়ি। অভিযোগ, শিখদের মাথার পাগড়ি খুলে বিমানে ফিরতে বাধ্য করা হয়েছে। ইতিমধ্যে ওই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। এরপরই উঠেছে নানান প্রশ্ন, তৈরী হয়েছে তর্ক। কারণ শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র। তাঁদের ধর্মাচরণের একটি অঙ্গ। এই ঘটনায় ক্ষিপ্ত শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন শিরোমনি গুরুদ্বার পারবন্ধক।