Yunus-Biden | 'বাংলাদেশের নয়া সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার', সাক্ষাৎ করে ইউনুসকে বুকে টেনে নিলেন জো বাইডেন
Wednesday, September 25 2024, 11:46 am
Key Highlightsইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বুকে টেনে নিলেন বাইডেন। এমনই চিত্র ধরা পড়লো নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে।
ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বুকে টেনে নিলেন বাইডেন। এমনই চিত্র ধরা পড়লো নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, বাংলাদেশের নয়া সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার সেখানেই বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয় ইউনুসের। বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আঁকা দেওয়ালচিত্রের ছবি সংবলিত একটি বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বাইডেনকে উপহারও দেন ইউনুস।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- আমেরিকা
- বাইডেন
- জো বাইডেন
- মহাম্মদ ইউনূস

