TRF | পহেলগাঁওতে হামলা চালানো টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার! সাধুবাদ জানালো ভারত!
Friday, July 18 2025, 6:42 am

পহেলগাঁওতে নিরীহ হিন্দুদের ওপর হামলা চালানো টিআরএফকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা।
পহেলগাঁওতে নিরীহ হিন্দুদের ওপর হামলা চালানো টিআরএফকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা। এরপরই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফেব বিবৃতি জারি করে বলা হয়, 'সন্ত্রাসদমনে আমেরিকার সঙ্গে ভারতের গভীর সহযোগিতা রয়েছে। সেটারই প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।' এদিকে মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে জয়শংকর লেখেন, ‘সন্ত্রাসবিরোধিতায় ভারত আমেরিকা সহযোগিতার প্রমাণ মিলল। মার্কিন বিদেশ দপ্তর এবং বিদেশ সচিবের এই উদ্যোগ প্রশংসনীয়। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স।'
- Related topics -
- দেশ
- ভারত
- আমেরিকা
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- পহেলগাঁও জঙ্গি হামলা
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- এস জয়শঙ্কর