Mukesh Ambani | ফোর্বস সেরা দশ তালিকা থেকে ছিটকে গেলেন 'আম্বানি' কর্তা! শীর্ষস্থানে রয়েছেন এলন মাস্ক

Wednesday, April 2 2025, 4:12 pm
highlightKey Highlights

আগেই তালিকা থেকে বাদ পড়েছিলেন গৌতম আদানি। ফোর্বসের সেই তালিকার সেরা দশ থেকে ছিটকে গেলেন মুকেশ আম্বানি।


২০২৫ সালের ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাতে নাম রয়েছে ৩০২৮ জনের। ৩৪২ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নিয়ে তালিকায় শীর্ষস্থানে রয়েছে এলন মাস্ক। সেরা দশের তালিকা থেকে আবার ছিটকে গিয়েছেন রিলায়েন্স কর্তা। ৯২.৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় ১৮ নম্বরে নেমেছেন মুকেশ আম্বানি। তালিকায় ৫৬.৩ বিলিয়ন ডলার নিয়ে এর পরের ভারতীয় হিসেবে রয়েছেন গৌতম আদানি। তিনি রয়েছেন ২৮ নম্বরে। ৩৫.৫ বিলিয়ন ডলার নিয়ে ভারতের ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল রয়েছেন ৫৬ নম্বরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File