Indian Billionaires | ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের তালিকায় নেই আম্বানি, আদানি! প্রথম ৫০এ নাম চার ভারতীয়র
Monday, December 16 2024, 2:26 pm
Key Highlightsব্লুমবার্গের বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার ১৭ নম্বরে রয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।
বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। কিন্তু ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে নেই আম্বানি, আদানি। ব্লুমবার্গের বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার ১৭ নম্বরে রয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার। ১৯তম স্থানে থাকা গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৮২.১ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গের ধনীতম ব্যক্তিদের তালিকার প্রথম ৫০এ আম্বানি, আদানি বাদে স্থান পেয়েছেন HCL টেকনোলজির কর্তা শিব নাদার, শিল্পপতি শাপুর মিস্ত্রি।
-  Related topics - 
 - অর্থনৈতিক
 - অর্থনীতি
 - বাণিজ্য
 - ব্যবসা বাণিজ্য
 - মুকেশ আম্বানি
 - আদানি
 

 