দেশ

Ambani-Adani | হাত মেলালেন আম্বানি-আদানি! একসাথে বেঁচবেন পেট্রোল-ডিজেল-সিএনজি, কপালে ভাঁজ Indian Oilএর

Ambani-Adani | হাত মেলালেন আম্বানি-আদানি! একসাথে বেঁচবেন পেট্রোল-ডিজেল-সিএনজি, কপালে ভাঁজ Indian Oilএর
Key Highlights

এবার জ্বালানি নিয়ে বড় কিছু করার জন্য হাত মেলালেন মুকেশ অম্বানি ও গৌতম আদানি।

জ্বালানির বাজারে বিপ্লব। চুক্তি স্বাক্ষর দেশের দুই জ্বালানি টাইকুন গৌতম আদানির আদানি টোটাল গ্যাস লিমিটেড ও মুকেশ অম্বানির জিও বিপির। সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার থেকে আদানি টোটাল গ্যাসের আউটলেট থেকে বিক্রি হবে জিও বিপির পেট্রোল ও ডিজেল। অপরদিকে জিও বিপির পেট্রোল পাম্পে পাওয়া যাবে আদানি টোটাল গ্যাসের সিএনজি সহ অন্যান্য জ্বালানি সহ যাবতীয় প্রোডাক্ট। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে মজুত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে চিন্তার মাঝে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।