প্রকাশ্যে এল ৩৫০ ফুট উঁচু অ্যামাজনের নতুন প্রধান কার্যালয়ের নক্সা, সে যেন এক উলম্ব জঙ্গল!

Wednesday, February 3 2021, 11:14 am
প্রকাশ্যে এল ৩৫০ ফুট উঁচু অ্যামাজনের নতুন প্রধান কার্যালয়ের নক্সা, সে যেন এক উলম্ব জঙ্গল!
highlightKey Highlights

আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের আর্লিংটন শহরে তৈরী হতে চলেছে অ্যামাজনের নতুন প্রধান কার্যালয়। যা কয়েক লাখ স্কোয়ার ফুট জায়গা হবে, উচ্চতায় প্রায় ৩৫০ ফুট। ২ রা ফেব্রুয়ারী অ্যামাজন নিউজ নামের টুইটার হ্যান্ডলে সেই কার্যালয়ের একটি নকশা প্রকাশ পেয়েছে। সেই ছবি অনুযায়ী সেটির মূল কাঠামো বাদে পুরোটাই কাচের তৈরি এবং বাড়ির ভিতর দিয়ে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। ধাপে ধাপে পাক খেয়ে উঠে যাওয়া ভবনের বাইরের দিকে প্রচুর গাছ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File