আমাজনের বৃষ্টি-অরণ্য বিলুপ্ত হবে ২০৬৪ সালের মধ্যেই, সতর্কতা জারি ফ্লোরিডার ভূবিদের।

Friday, January 1 2021, 7:01 am
highlightKey Highlights

সাম্প্রতিক গবেষণায় ভূবিদ রবার্ট ওয়াকারের দাবি, অতি দ্রুত ব্যবস্থা না নিলে আমাজনের আয়ু শেষ হয়ে এসেছে। ২০৬৪ সাল বা তার আগেই পৃথিবীর বৃহত্তম বৃষ্টি-অরণ্য পরিণত হতে পারে সাভানা তৃণভূমিতে।ফ্লোরিডা ইউনিভার্সিটির ভূগোলের অধ্যাপক রবার্ট ওয়াকার এই লকডাউনের মধ্যেই গবেষণা চালিয়েছেন। অবশ্য তাঁর গবেষণার পরিসর সামাজিক ভূগোল। তিনি মূলত লক্ষ করেছেন উপজাতিদের বদলে যাওয়া জনজীবন। ব্রাজিল এবং কলোম্বিয়া সরকার ইতিমধ্যে অরণ্য আইন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে। সেই সমালোচনাকেই আরও উস্কে দিচ্ছে রবার্ট ওয়াকারের গবেষণা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File