সারা বিশ্বে ছড়িয়ে থাকা গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দিতে ১১টি বোয়িং বিমান কিনল অ্যামাজন
Wednesday, January 6 2021, 9:39 am
Key Highlightsসারা বিশ্বে ছড়িয়ে থাকা গ্রাহকদের কাছে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবার ১১টি বোয়িং বিমান কিনল অ্যামাজন। অ্যামাজনের পক্ষ থেকে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে। ডেল্টা ও ওয়েস্ট জেট এই দুই এয়ারলাইন্স-এর কাছ থেকে ১১টি বিমান কিনেছে তাঁরা। এর আগে বিভিন্ন উড়ান সংস্থা থেকে বিমান ভাড়া নিয়ে অ্যামাজন তাঁদের গ্রাহকদের পরিষেবা প্রদান করত। এই প্রথমবার নিজস্ব বিমান কিনল এই সংস্থা। অ্যামাজন গ্লোবাল এয়ারের ভাইস প্রেসিডেন্ট সারা রোডস জানান, অন্য সংস্থা থেকে ভাড়া নেওয়া বিমান ও তাদের নিজস্ব বিমান, এই দুই মিলিয়েই তারা গ্রাহকদের পরিষেবা দেবেন। এই দুইয়ের প্রভাবে গ্রাহকরা আরও উন্নত মানের পরিষেবা পাবেন বলে তিনি দাবি করেন।
- Related topics -
- পরিষেবা
- অ্যামাজন
- অ্যামাজন গ্লোবাল এয়ার
- ডেল্টা
- ওয়েস্ট জেট

