খেলাধুলা

Paris Olympic 2024 | পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিতে আমন শেরাওয়াত! মহিলাদের বিভাগে ছিটকে গেলেন অংশু

Paris Olympic 2024 | পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিতে আমন শেরাওয়াত! মহিলাদের বিভাগে ছিটকে গেলেন অংশু
Key Highlights

পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিতে উঠলেন আমন শেরাওয়াত।

পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিতে উঠলেন আমন শেরাওয়াত।কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আবাকারোভকে। ১২-০ পয়েন্টে জেতেন আমন। ১০৪ সেকেন্ড বাকি থাকতেই জিতে গিয়েছেন তিনি। সেমিতে আমনের প্রতিপক্ষ হিসেবে লড়বেন জাপানের রেই হিগুচি। যিনি সোনার পদক জয়ের দাবিদার। পাশাপাশি আমনকে এর আগে পরাজিত করেছেন। রাত ৯ টা ৪৫ মিনিটে শুরু হবে সেমির লড়াই।অন্যদিকে, মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচে আমেরিকার হেলেন মারোউলাসের কাছে হেরে গেলেন অংশু মালিক।