Paris Olympic 2024 | ভিনেশের দুঃখ মেটালেন আমন! ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন আমন শেরাওয়াত
Friday, August 9 2024, 7:16 pm
Key Highlightsছেলেদের ফ্রি-স্টাই কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন আমন শেরাওয়াত।
ছেলেদের ফ্রি-স্টাই কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন আমন শেরাওয়াত। শুক্রবার ব্রোঞ্জ মেডেল ম্যাচে আমন হারিয়ে দেন পুয়ের্তো রিকোর দারিয়ান তোই ক্রুজকে। এদিকে ভিনেশকে বাতিল করায় ভেঙে পড়েছিল ভারত। বলা যেতে পারে আমনের পদক জয় দেশবাসীর সেই দুঃখ কিছুটা হলেও কমালো। এছাড়াও বলা বাহুল্য, ২০০৮ সাল থেকে একটানা কুস্তি থেকে কোনও না কোনও অলিম্পিক মেডেল ঘরে তুলেছে ভারত। এবারও তার ব্যতিক্রম হল না।

