বাণিজ্য

ISRO-Adani | আদানির মহাকাশ পাড়ি! ইসরোর SSLV উৎপাদনে সাহায্য করবে আদানির আলফা ডিজাইনি টেকনোলজিস!

ISRO-Adani | আদানির মহাকাশ পাড়ি! ইসরোর SSLV উৎপাদনে সাহায্য করবে আদানির আলফা ডিজাইনি টেকনোলজিস!
Key Highlights

স্মল স্যাটেলাইট লঞ্চভেহিকল বা SSLV উৎপাদনে দুটি সরকারি সংস্থার পাশাপাশি ইসরোকে সাহায্য করবে আদানি গ্রুপের একটি সংস্থাও।

এবার ইলন মাস্কের Space X বা জেফ বেজোসের ব্লু অরিজিনের মতো সংস্থাকে টক্কর দেবে আদানি। স্মল স্যাটেলাইট লঞ্চভেহিকল বা SSLV উৎপাদনে দুটি সরকারি সংস্থার পাশাপাশি ইসরোকে সাহায্য করবে আদানি গ্রুপের একটি সংস্থাও। এই দায়িত্ব পাওয়ার জন্য প্রায় ২০টি বেসরকারি সংস্থা আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত এই দায়িত্ব পেয়েছে ৩টি সংস্থা। যার মধ্যে রয়েছে ভারত ডায়নামিক্স ও হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং আদানি ডিফেন্স সিস্টেমের অংশীদারিত্বে থাকা আলফা ডিজাইনি টেকনোলজিস।