Yogi Adityanath | 'স্নান-সহ পানের জন্যেও স্বাস্থ্যকর কুম্ভের জল'! ব্যাকটেরিয়ার রিপোর্ট নিয়ে পাল্টা দাবি যোগীর!

যোগী আদিত্যনাথের পাল্টা বক্তব্য, কুম্ভের জল সম্পূর্ণ শুদ্ধ। শুধু স্নানের জন্য নয়, সঙ্গমস্থলের জল পানের জন্যেও স্বাস্থ্যকর!
সম্প্রতি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের জানিয়েছে, প্রয়াগরাজের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত জলের নমুনাগুলিতে মল কোলিফর্মের মাত্রা অতিরিক্ত বেশি, যা স্নানের উপযুক্ত নয়। এই ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাল্টা বক্তব্য, কুম্ভের জল সম্পূর্ণ শুদ্ধ। শুধু স্নানের জন্য নয়, সঙ্গমস্থলের জল পানের জন্যেও স্বাস্থ্যকর! মুখ্যমন্ত্রীর বলেন, 'কুম্ভকে ঘিরে অপপ্রচার চলছে। মহাকুম্ভ ও রাজ্য সরকারের মানহানি করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে রিপোর্ট। ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলা হচ্ছে।’
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার
- যোগী আদিত্যনাথ
- মহাকুম্ভ
- স্বাস্থ্য