রাশিয়ার কাস্পিয়ান সাগরের উপকূলে উদ্ধার বিপন্ন প্রজাতির প্রায় ৩০০টি সিলের মৃতদেহ।

Wednesday, December 16 2020, 11:20 am
highlightKey Highlights

ঠাণ্ডার দেশের এই প্রাণীটির সংখ্যা বিশ্বে প্রতিনিয়ত কমে যাচ্ছে। এবার রাশিয়া উপকূলে ভেসে উঠল এরকমই বিপন্ন প্রজাতির প্রায় ৩০০টি সিলের মৃতদেহ। তাদের মৃত্যুর কারণ এখনও অজানা। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছে রাশিয়া সরকার। কী কারণে এতগুলো সিল মারা গেল?‌ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।রাশিয়ার পাশে অবস্থিত কাস্পিয়ান সাগরই এই সিলদের চারণভূমি। কিন্তু গত এক সপ্তাহ ধরে কাস্পিয়ান সাগরের নিকটবর্তী উপকূলগুলোতেই ভেসে আসছে একের পর এক সিলের মৃতদেহ। মূলত ডাজেস্টান প্রদেশের দক্ষিণ উপকূলেই অধিকাংশ মৃতদেহগুলো দেখতে পাওয়া যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসতেই মস্কোকে সে ব্যাপারে জানানো হয়। এরপরই বিশেষজ্ঞদের একটি দল তদন্তের জন্য সেখানে আসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File