পাবলিক নোটিশ বাধ্যতামূলক নয় ভিন্ন ধর্মের বিবাহের ক্ষেত্রে, ঘোষণা করলো এলাহাবাদ হাইকোর্ট

Thursday, January 14 2021, 3:26 pm
highlightKey Highlights

‘লাভ জিহাদ’ – এই মুহূর্তে সারা ভারতে অন্যতম চর্চিত একটি বিষয়। আইন অনুযায়ী যদিও যে কোনো ধর্মের প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছামতো জীবনসঙ্গী বেছে নিতে পারেন। কিন্তু নানা মৌলবাদী শক্তি আজও সেই অধিকার কেড়ে নিতে চায়। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়েই এক ঐতিহাসিক রায়ের সাক্ষী থাকল এলাহাবাদ হাইকোর্ট। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের বিচারক বিবেক চৌধুরী জানালেন, ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট -১৯৫৪’-এর আওতায় ভিন্ন ধর্মের প্রাপ্তবয়স্ক মানুষদের বিবাহের ক্ষেত্রে ১ মাসের পাবলিক নোটিশ বাধ্যতামূলক নয়। এই পুরনো নিয়ম আসলে মানুষের মৌলিক অধিকারের উপরেই হস্তক্ষেপ করে। জনৈক সফিয়া সুলতানার দাখিল করা একটি পিটিশনের ভিত্তিতে এই রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File