Tripura-Bangladesh | হোটেল ও ফুড আউটলেটে পরিষেবা নয়! বাংলাদেশিদের জন্য দরজা 'বন্ধ' করলো ত্রিপুরা

Tuesday, December 3 2024, 8:37 am
highlightKey Highlights

সোমবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করে জানায়, আপাতত ত্রিপুরার কোনও হোটেল এবং ফুড আউটলেটে বাংলাদেশিদের প্রবেশ করতে দেওয়া হবে না|


এবার বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করলো ত্রিপুরা। সোমবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করে জানায়, আপাতত ত্রিপুরার কোনও হোটেল এবং ফুড আউটলেটে বাংলাদেশিদের প্রবেশ করতে দেওয়া হবে না। তাঁদের কোনও খাবার পরিবেশন করতে নারাজ ত্রিপুরা হোটেল মালিকরা। এই বিবৃতি রাজ্যের প্রতিটি রেস্তরাঁ, হোটেলগুলিতে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বাড়ছে উদ্বেগ। এমনকি দু’দিন আগে আগরতলা থেকে কলকাতামুখী একটি বাসে হামলা চালানোর অভিযোগ ওঠে বাংলাদেশে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File