Kolkata Tram | 'বিলুপ্ত' হবে তিলোত্তমার ১৫০ বছরের 'সঙ্গী'! প্রশাসনের শীর্ষস্তরের অনুমোদনক্রমে বন্ধ করে দেওয়া হবে কলকাতার সমস্ত ট্রাম রুট!
Tuesday, July 16 2024, 11:17 am
Key Highlights
১৫০ বছর ধরে কলকাতার অস্তিত্বের সঙ্গে মিশে যাওয়া দূষণবিহীন 'শ্লথ গতির যান' ট্রাম আর চলবে না শহরে।
'উন্নয়নে'র দৌড়ে হারিয়ে তিলোত্তমার ঐতিহ্য। ১৫০ বছর ধরে কলকাতার অস্তিত্বের সঙ্গে মিশে যাওয়া দূষণবিহীন 'শ্লথ গতির যান' ট্রাম আর চলবে না শহরে। প্রশাসনের শীর্ষস্তরের অনুমোদনক্রমে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক শীর্ষ আমলার কথায়, ট্রামলাইনের জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে। হচ্ছে তীব্র যানযটও। ফলে সমস্ত ট্রাম রুট বন্ধ করে দেওয়া হবে। তুলে ফেলা হবে অচল রুটগুলির ট্রামলাইন। যদিও ঐতিহ্যের কথা মাথায় রেখে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লাইনে ট্রাম জয় রাইডের ব্যবস্থা থাকবে।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবহন
- পরিবহন দপ্তর
- পরিবহন দফতর