IMA | আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য এবার আর্জি জানালেন IMAর সর্বভারতীয় সভাপতি
Saturday, September 7 2024, 5:24 am
Key Highlightsসুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য এবার আর্জি জানালেন IMAর সর্বভারতীয় সভাপতি আরভি অশোকান। সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কারণ, সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ডাক্তারদের কর্মবিরতির জেরে রোগী ফিরে যাওয়া কিংবা চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠছে প্রায় প্রতিদিনই। এছাড়াও অভিযোগ, বিনা চিকিৎসায় আরজিকরে মৃত্যু হয়েছে এক রোগীর। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানান, সবরকম জীবনদায়ী চিকিৎসা দেওয়া সত্ত্বেও তাতে সাড়া দেননি আহত ব্যক্তি।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- স্বাস্থ্য

