Mohun Bagan vs Punjab FC । আবার আলবার্তো ম্যাজিক ! পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত জয় মোহনবাগানের
গোলের দরকার পড়লেই তাঁর ডাক পড়ছে। তিনি আলবার্তো রড্রিগেজ। পাঞ্জাবের বিরুদ্ধে আলবার্তোর দু’গোলে ভর করে জয়ে ফিরল মোহনবাগান।
আলবার্তো রড্রিগেজের দুর্দান্ত ২ গোলে জয়ে ফিরলো মোহনবাগান। এত ম্যাচ জয়ের পর গত ম্যাচে গোয়ার কাছে হেরেছিল মলিনা ব্রিগেড। বৃহস্পতিবার পাঞ্জাবকে হারিয়ে জিতলো সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে এদিন গোলদুটি করেন আলবার্তো রড্রিগেজ এবং ম্যাকলারেন। এদিন যদিও দলের তিন প্রধান খেলোয়াড় পেত্রাতোস, স্টুয়ার্ট এবং আশিক খেলেনি। এদিন পাঞ্জাব হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু ১০জনের টিমের পক্ষে মোহনবাগানকে আটকানো অসম্ভব ছিল। অ্যাওয়ে ম্যাচে জিতে লিগ শীর্ষে ফের পয়েন্টের ব্যবধান বাড়াল মলিনার ছেলেরা।