Breaking News | সাতসকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Wednesday, January 14 2026, 7:10 am
Breaking News | সাতসকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


সকাল ১২.৩০, ১৪ই জানুয়ারি: সাতসকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

বুধবার সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি প্লাইউডের দোকানে আগুন লাগে। জোরালো উত্তুরে হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। সূত্রের খবর, দোকানের মধ্যে রয়েছে একাধিক আসবাবসহ বিপুল দাহ্য পদার্থ। এর ফলেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী।

সকাল ১১.৩০, ১৪ই জানুয়ারি: ‘নো বোট নো ভোট’- বাংলাদেশে ভোট বয়কটের দাবি তুলল শেখ হাসিনার আওয়ামি লিগ

আগামী মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে লড়বে না শেখ হাসিনার দল। এবার আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের দাবি তুলল আওয়ামি লিগ। আবেদনপত্রে লেখা হয়েছে- ‘ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামি লিগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনও ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’

সকাল ০৯.৩০, ১৪ই জানুয়ারি: বুনো ফল ভেবে বোমা গিলে ফেলে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, গ্রেপ্তার কৃষক

তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে জঙ্গলের মধ্যে টহল দেওয়ার সময়ে একটি হস্তিশাবকের দেহ উদ্ধার করেছেন বনদপ্তরের আধিকারিকরা। প্রাথমিক অনুমান, খেতের ফসল নষ্ট হওয়া রুখতে এবং হাতির পালকে তাড়ানোর জন্য তাদের চলাচলের পথে বোমা রাখা হয়েছিল। বুনো ফল ভেবে বোমা গিলে ফেলে দুর্ঘটনার শিকার হয় হাতিটি।

সকাল ০৮.৪৫, ১৪ই জানুয়ারি: চলছে সন্তোষ ট্রফির তোড়জোড়, বাংলার দল ঘোষণা কোচ সঞ্জয় সেনের

এক নজরে ২২ সদস্যের বাংলা দল: গোলকিপার= সোমনাথ দত্ত, গৌরব সাউ। ডিফেন্ডার= সুজিত সাধু, মদন মান্ডি, জুয়েল আহমেদ মজুমদার, চাকু মান্ডি, মার্শাল কিস্কু, সুমন দে, বিক্রম প্রধান। মিডফিল্ডার= বিকি থাপা, তন্ময় দাস, প্রশান্ত দাস, শ্যামল বেসরা, সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজয় মুর্মু, আকিব নবাব, আকাশ হেমব্রম।ফরওয়ার্ড= সুময় সোম, উত্তম হাঁসদা, করণ রাই, রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা।

সকাল ০৮.০৫, ১৪ই জানুয়ারি: ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’- মকর সংক্রান্তিতে সাগরের জলে পুণ্যডুব ভক্তদের

পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে শাহিস্নান চলছে গঙ্গাসাগরে। হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করেই ভোর থেকে সাগরের জলে পুণ্যডুব দিচ্ছেন ভক্তরা। তিল ধারণের জায়গা নেই কপিল মুনির আশ্রম চত্বরেও। মেলা উপলক্ষ্যে ওই চত্বরে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও ভলান্টিয়র। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে।

সকাল ০৭.৩০, ১৪ই জানুয়ারি: দ্রুত নামছে তাপমাত্রার পারদ, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট

আজ, ১৪ই জানুয়ারি, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। আজ ১৪ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File