Breaking News | বিহারগামী ট্রেনে আগুন, পুড়ে ছাই গরিব রথ এক্সপ্রেসের গোটা কামরা! আতঙ্ক স্টেশনে

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সকাল ১২.৩৭, ১৮ই অক্টোবর: বিহারগামী ট্রেনে আগুন, পুড়ে ছাই গরিব রথ এক্সপ্রেসের গোটা কামরা! আতঙ্ক স্টেশনে
X হ্যান্ডলে ইন্ডিয়ান রেলওয়ে বলেছে, ‘সকাল সাড়ে ৭টা নাগাদ অমৃতসর-সাহারসাগামী ট্রেনের একটি কামরা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের কোনও খবর নেই।’
সকাল ০৯.৩০, ১৮ই অক্টোবর: পাক হামলায় নিহত ৩ তরুণ ক্রিকেটার! প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ় থেকে দল প্রত্যাহার আফগানিস্তান বোর্ডের
শুক্রবার রাতে আফগান সীমান্তে হামলা চালায় পাক সেনা। এই সময় পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তিন তরুণ আফঘানি ক্রিকেটার কবীর, সিবগতুল্লাহ এবং হারুন। পাকিস্তানের এয়ার স্ট্রাইকে তাঁরা নিহত হন। এই হামলার প্রতিবাদে নভেম্বর মাসে শ্রীলঙ্কা, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সকাল ০৮.৫৩, ১৮ই অক্টোবর: ধনতেরসের দিনও উর্দ্ধগামী হলুদ ধাতুর দর, আজ কলকাতায় সোনার দাম কতো?
গতকাল ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। তবে প্রতি কেজি রুপোর দাম কমেছে ২ হাজার ৫০ টাকা। আজ ১৮ই অক্টোবর, শনিবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে) পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৩০ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)।
সকাল ০৭.৫০, ১৮ই অক্টোবর: দীপাবলিতে হালকা শীতের আমেজ বঙ্গে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
ইতিমধ্যেই বাংলায় শীতের আমেজ ছড়াতে শুরু করেছে। আজ, ১৮ই অক্টোবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা। আজ সারাদিন ১০ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সারাদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রৌদ্রজ্বল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।