Breaking News | রাজকুমার-পত্রলেখার কোল আলো করে এলো ‘নতুন সদস্য’, চতুর্থ বিবাহবার্ষিকীতেই দিলেন সুখবর

Saturday, November 15 2025, 7:13 am
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


সকাল ১২.৩০, ১৫ই নভেম্বর: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু, শোকের ছায়া টলিউডে

শুক্রবার রাতেই না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু। জানা গিয়েছে 65 বছর বয়সী অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। কিন্ত শেষরক্ষা হলো না। প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা নাট্যদুনিয়ায় এক বিখ্যাত ব্যক্তিত্ব। তাঁর পরিচালিত নাটক ‘গওহরজান’ প্রশংসাযোগ্য।

সকাল ১১.৫৬, ১৫ই নভেম্বর: রাজকুমার-পত্রলেখার কোল আলো করে এলো ‘নতুন সদস্য’, চতুর্থ বিবাহবার্ষিকীতেই দিলেন সুখবর

শনিবার সকালে ইনস্টাগ্রামে তারকা লিখলেন, “চতুর্থ বিবাহবার্ষিকীতে ভগবানের দেওয়া সেরা আশীর্বাদ।” স্বামী-স্ত্রী থেকে এবার কন্যাসন্তানের বাবা-মা হলেন রাজকুমার এবং পত্রলেখা। জানা গিয়েছে, নতুন মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে।

সকাল ১০.১৫, ১৫ই নভেম্বর: সপ্তাহান্তে ব্লু লাইনে মিলছে না মেট্রো, সাতসকালে ভোগান্তি অফিসযাত্রীদের

শনিবার সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত মিলছেনা ট্রেন। মেট্রো কতৃপক্ষ জানিয়েছে, সিগন্যালের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য পরিষেবা বন্ধ রয়েছে। দ্রুত দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে। এই ঘটনায় ক্ষোভের সুর যাত্রীদের মুখে।

সকাল ০৯.৪৮, ১৫ই নভেম্বর: কাশ্মীরে ফাটলো ফরিদাবাদে বাজেয়াপ্ত করা বিস্ফোরক, নিহত ৯ পুলিশ কর্মী

দিলি বিস্ফোরণের তদন্তে নেমে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল কাশ্মীর পুলিশ। এই বিস্ফোরক রাখা ছিল জম্মু-কাশ্মীরের নওগাম থানায়। শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল সেই বিস্ফোরক পরীক্ষানিরীক্ষা করতে যান। সেসময় আচমকা ফেটে যায় ওই বিস্ফোরকের স্তূপ। এঘটনায় অন্তত ৯ জন পুলিশ কর্মী এবং ফরেনসিক কর্তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সকাল ০৭.৪০, ১৫ই নভেম্বর: সাতসকালে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত ছড়াচ্ছে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সূত্রের খবর, আজ, শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টা নাগাদ ১৭ নং এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলে আগুন লেগেছে। প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপরে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।

সকাল ০৭.১৫, ১৫ই নভেম্বর: নেমেছে তাপমাত্রার পারদ, নভেম্বরের শীতে কাঁপছে শহর কলকাতা

সাতসকালে কুয়াশায় মুড়ছে রাজপথ। আজ, ১৫ই নভেম্বর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সূর্যের দেখা মিলবে। আজ ১৩ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সারাদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রৌদ্রজ্বল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File