Breaking News | প্রয়াত প্রখ্যাত তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও, বিনোদন জগতে শোকের ছায়া

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সকাল ০৯.০৭, ১৩ই জুলাই : ক্যালিফোর্নিয়ায় আটক 'মোস্ট ওয়ান্টেড' পবিত্র বাটালা সহ ৮ খালিস্তানি জঙ্গি!
সান জোয়াকুইন কাউন্টি জুড়ে পুলিশের একাধিক টিম এই গ্যাং জঙ্গি নেটওয়ার্কের কিনারা করতে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে ধরা পড়েছে দিলপ্রীত সিং, অর্শপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, পবিত্র সিং সহ ৮ খালিস্তানি জঙ্গি। ধৃতদের কাছ থেকে নগদ ১৫,০০০ ডলার এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। ধৃতদের মধ্যে এনআইএর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)র 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা পবিত্র বাটালাও রয়েছে।
সকাল ০৮.৩৪, ১৩ই জুলাই : যৌন নির্যাতন করেছেন অধ্যাপক, অভিযোগ করে কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন লাগলেন ছাত্রী!
বালেশ্বরের এফ এম (অটোনমাস) কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করে কলেজেরই এক ছাত্রী। ওই ছাত্রীর অভিযোগ, সমীর সাহু নামের সেই অধ্যাপকে তাঁকে যৌন নিগ্রহ করেছেন। কলেজ কতৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় কলেজের মধ্যে গায়ে আগুন লাগিয়ে দেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। ছাত্রীর শরীরের ৯০% পুড়ে গিয়েছে।
সকাল ০৮.০০, ১৩ই জুলাই : প্রয়াত প্রখ্যাত তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও৷ ভোর ৪টার দিকে হায়দরাবাদে তাঁর নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, বার্ধক্যজনিত স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।
সকাল ০৭.২৫, ১৩ই জুলাই : দুবাইতে গ্রেফতার ‘বিগ বস ১৫’ খ্যাত বিগ বস খ্যাত 'ছোটা ভাইজান' আব্দু রজিক
শনিবার সন্ধ্যায় প্রায় ৫টার সময় মোন্টিনেগ্রো থেকে দুবাই ফেরার পথে আবদুকে দুবাই এয়ারপোর্টে আটক করে পুলিশ। তাঁর ম্যানেজমেন্ট টিম বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় মিডিয়া হাউজ ‘খালিজ টাইমস’এর কাছে। তবে কী চুরি হয়েছে বা কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা। তারা শুধু জানিয়েছে, “হ্যাঁ, আব্দু রজিক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন, একটি চুরির মামলায়।”