Budget Session 2025 Live | '১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর।' ঘোষণা অর্থমন্ত্রীর

Saturday, February 1 2025, 7:14 am
highlightKey Highlights

লোকসভায় কেন্দ্রীয় বাজেট বক্তৃতা দেওয়া শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। '১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর।' ঘোষণা অর্থমন্ত্রীর।


১লা ফেব্রুয়ারি, বেলা ১২:২০: '৩৬টি ক্যান্সার চিকিৎসার ওষুধ সস্তা হবে। চিকিৎসা সরঞ্জাম সস্তা হবে। জিঙ্কের মতো ১২ খনিজকে ছাড় দেওয়া হবে। বৈদ্যুতিন পণ্য যেমন এলইডি টিভি, ইভি ব্যাটারি পণ্য সস্তা হবে।'

১লা ফেব্রুয়ারি, বেলা ১২:১৫: '১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর।' ঘোষণা অর্থমন্ত্রীর।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:৫৫: 'শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। মোট ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে এই খাতে। অনলাইন পোর্টালে কাজ করা গিগ কর্মীদের ই শ্রম পোর্টালে নাম রেজিস্টার করা হবে। পিএম জন আরোগ্য যোজনার আওতায় তাদের পরিচয়পত্র ও স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে। '

Trending Updates

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:৪৮: আগামী সপ্তাহে নয়া আয়কর বিল পেশ করবেন নির্মলা সীতারামন।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:৪৭: ব্যবসায়ীদের স্বার্থে হোম স্টে তৈরির জন্য মুদ্রা লোন চালু করা হল।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:৪৫: ‘স্টার্টআপ তহবিলে’ আরও টাকা ঢালা হবে। তহবিলে আরও ১০ হাজার কোটি যোগ করা হবে। ৫ লক্ষ মহিলা, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি উদ্যোক্তাদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে। ২০৪৭ সালের মধ্যে নিউক্লিয়ার এনার্জি প্রকল্প ১০০ গিগা ওয়াট বাড়ানোর হবে। বিহারের উন্নয়নের গ্রিন ফিল্ড এয়ারপোর্ট ফেসিলেটেড করা হবে বিহারে। দেশে উড়ান প্রকল্পে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:৩৮: অর্থমন্ত্রী বলছেন, পরবর্তী ৫ বছরে মেডিক্যাল কলেজে ১০ হাজার অতিরিক্ত সিট জোড়া হবে। নতুন ৫ আইআইটি পরিকাঠামগত উন্নয়ন করা হবে। ২০২৮ এর মধ্যে জল জীবন মিশনের সম্প্রসারণ করা হবে।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:৩০: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, 'মাধ্যমিক স্তরের সব সরকারি স্কুলে ব্রডব্যান্ড দেওয়া হবে '। বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ইন্ডিয়া পোস্টকে বড় পাবলিক লজিস্টিক সংস্থায় রূপান্তরিত করার ঘপসনা করলেন তিনি।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:২৫: সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন : এবারের বাজেটে কৃষিক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কম উৎপাদনশীল ১০০টি জেলাকে কভার করবে। প্রায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে এই যোজনার মাধ্যমে। বিহারে মাখানার উৎপাদন ভালো হয়। তাই সে রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে। অর্থমন্ত্রী বলছেন, ভারতকে 'গ্লোবাল হাব ফর টয়েস' বানানো হবে। লক্ষ্য হাই কোয়ালিটি খেলনা তৈরি করা। কৃষি, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, বিনিয়োগ এবং রপ্তানি ক্ষেত্রে পাঁচ লক্ষ তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত মহিলারা দু’কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:১০: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, এবারের বাজেট ১০টি বিস্তৃত ক্ষেত্রে ছড়িয়ে থাকবে। দরিদ্র, যুব সমাজ, কৃষক এবং মহিলাদের উপর বিশেষভাবে দৃষ্টি রেখে বানানো হয়েছে এই বাজেট। করব্যবস্থা, শক্তি মন্ত্রক, নগরোন্নয়ন, কৃষিক্ষেত্রের মতো ৬টি ক্ষেত্রে সংস্কার করা হবে'।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:০৫: লোকসভায় কেন্দ্রীয় বাজেট বক্তৃতা দেওয়া শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সংসদে তুমুল হট্টগোল জুড়ে দেন বিরোধী সাংসদরা। তার মধ্যেই বাজেট বক্তৃতা চলছে।

১লা ফেব্রুয়ারি, সকাল ১১:০০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে কেন্দ্রীয় বাজেটকে অনুমোদন দেওয়া হলো।

১লা ফেব্রুয়ারি, সকাল ৯:০০: অর্থ মন্ত্রকে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও।

১লা ফেব্রুয়ারি, সকাল ০৭:০০: তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আজ। আজ অষ্টমবারের মতো বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

৩১জানুয়ারি, দুপুর ৩:০২ : ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষে বিশ্ব বাজারে ভারতের বাণিজ্য পরিস্থিতি যে নিজের ভারসাম্য বজায় রেখেছে সেই বিষয়টিও তুলে ধরা হয় এই রিপোর্টে। তবে প্রতিযোগীতাপূর্ণ বাজারে এখনও যে আরও অনেকটা উন্নতি দরকার ভারতের, সেটিও স্বীকার করে নেয় কেন্দ্র। পাশাপাশি, ডলারের সামনে ভারতীয় মুদ্রার পতনের অন্যতম কারণ হিসাবে আমেরিকার নির্বাচন ঘিরে বিশ্ব বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তাকেই দায়ী করছে কেন্দ্র।

৩১জানুয়ারি, দুপুর ২:৫০ : প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলি আগের তুলনায় যথেষ্ট শক্তিশালী হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, বাজারে খরিফ শস্যের আগমনের সঙ্গেই এই সবজি বাজার মূল্যবৃদ্ধি আরও কমবে।

৩১জানুয়ারি, দুপুর ২:৩২ : ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অর্থবর্ষের দেশের জিডিপি আগের তুলনায় আরও একটু শ্লথ হতে পারে বলে আর্থিক সমীক্ষার রিপোর্টে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত অর্থবর্ষে জিডিপি বা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার ছিল প্রায় ৬.৮ শতাংশ। কিন্তু আসন্ন অর্থবর্ষে সেই হার আরও কমে ৬.৩ থেকে ৬.৮ শতাংশের মধ্যে ঘোরা ফেরা করতে পারে বলে মত অর্থমন্ত্রীর।

৩১জানুয়ারি, দুপুর১:৩২ : বাজেট অধিবেশনের প্রথম দিনেই ইকোনমিক সার্ভে রিপোর্ট জমা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

৩১জানুয়ারি, বেলা ১১:৪০ : রাষ্ট্রপতি বলেন, "আমাদের লক্ষ্য হল ভারতকে বৈশ্বিক উদ্ভাবনী পাওয়ার হাউসে পরিণত করা। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইন্ডিয়া এআই মিশন শুরু হয়েছে। ওই দিনটি বেশি দূর নয় যখন ভারত গগনযান পাঠাবে মহাকাশে। উন্নত দেশগুলিও আজ ভারতের ইউপিআই ট্রানজাকশন সিস্টেম দেখে মুগ্ধ। সামাজিক ন্যায় ও সমতাতেও ডিজিটাল টেকনোলজি ব্যবহার করেছে সরকার।"

৩১জানুয়ারি, বেলা ১১:২৩ : এদিন বাজেট অধিবেশন শুরুর আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “সরকারি বিভিন্ন প্রকল্পের সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষ দারিদ্রতার সীমা থেকে উঠে এসেছেন। যুব প্রজন্মের শিক্ষা ও তাদের কর্মসংস্থান তৈরির উপরও বিশেষ জোর দিয়েছে সরকার।”

৩১জানুয়ারি, বেলা ১১:২২ : এদিন বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'গণতন্ত্রের ৭৫ বছর পূরণ হয়েছে। এটা দেশের মানুষের কাছে গর্বের। বিশ্বের কাছেও ভারত নিজের বিশেষ স্থান তৈরি করে। দেশের জনতা আমায় তৃতীয়বার এই দায়িত্ব দিয়েছে। তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে।' সরকারের লক্ষ্য হিসাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবন, অন্তর্ভুক্তি, ও বিনিয়োগ অর্থনৈতিক গতিবিধির আধার হিসেবে কাজ করবে। সংস্কার, পারফর্ম ও পরিবর্তন বিকাশের জন্য এই তিনটি বিষয়ের উপরেই জোর দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File