Breaking News | মেডিকেল পড়ুয়াকে শ্লীলতাহানি অ্যানাটমি প্রফেসরের, আন্দোলনের চাপে পদত্যাগ করলেন অভিযুক্ত

Friday, November 21 2025, 5:42 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ১০.৫০, ২১শে নভেম্বর : মেডিকেল পড়ুয়াকে শ্লীলতাহানি অ্যানাটমি প্রফেসরের, আন্দোলনের চাপে পদত্যাগ করলেন অভিযুক্ত

ছাত্রীর অভিযোগ, ক্লাসের ভিতরে ও বাইরে একাধিকবার তাঁকে অশোভনভাবে স্পর্শ করেছেন অ‌্যানাটমি বিভাগের প্রবীণ অধ‌্যাপক। এঘটনার প্রতিবাদে অধ্যক্ষের ঘরের বাইরেই বিক্ষোভ দেখতে থাকে কলেজের স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা। চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ওই অধ্যক্ষ।

রাত ১০.০০, ২১শে নভেম্বর : সুপার ওভারেও হতাশ ভারত, এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিতে উঠলো বাংলাদেশের ছেলেরা!

Trending Updates

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক জিতেশ শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে ১৯৫ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলেন হাবিবুর রহমান সোহান। পাল্টা ব্যাট করতে নেমে ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব। অধিনায়ক জিতেশ শর্মা ২৩ বলে ৩৩ রান করেন। সুপার ওভারে শেষরক্ষা হয়নি।

সন্ধ্যা ০৮.০০, ২১শে নভেম্বর : নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ, কাঠগড়ায় ৪ স্কুল পড়ুয়া সহ ৬

দুপক্ষের কথা কাটাকাটি হতেই ৬ জন মিলে নাবালিকাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। কাউকে কিছু বললেই নাবালিকাকে প্রাণে মারা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল। দুদিন আগে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৪ জন নাবালক এবং স্কুল পড়ুয়া।

সন্ধ্যা ০৭.৩৫, ২১শে নভেম্বর : SIR-এর কাজের প্রবল চাপ, সুইসাইড নোট লিখে ‘আত্মঘাতী’ গুজরাটের শিক্ষক!

গুজরাটের গির সোমনাথ জেলায় কাজের চাপে সুইসাইড করলেন এক শিক্ষক। মৃত ওই বিএলও কর্মীর নাম অরবিন্দ মুলজি ভাধের। নিজের সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘আমার দ্বারা এসআইআরের কাজ করা আর সম্ভব নয়। গত কয়েকদিন ধরে প্রবল কাজের চাপ ও মানসিক চাপে আমি বিধ্বস্ত।'

বিকেল ০৪.৪২, ২১শে নভেম্বর : দুবাইয়ে এয়ার শো-তে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান তেজস!

দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল তেজস! সেখানকার স্থানীয় সময় দুপুর ২টো ১০ মিনিট নাগাদ আল মাকতুম বিমানবন্দরে প্রদর্শনী দেখাচ্ছিল তেজস। সেই সময়ে আচমকাই নীচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। মাটিতে পড়া মাত্রই দাউদাউ করে জ্বলে ওঠে তেজস।পাইলট বেরোতে পেরেছিলেন কি না তা এখনও স্পষ্ট জানা যায়নি।

সকাল ১২.০০, ২১শে নভেম্বর : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা বাগালো নিখাত, কাটলো অলিম্পিকের হতাশা

বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা জিতলেন ভারতের মেয়ে। এদিন মহিলাদের ৫১ কেজি বিভাগে চাইনিজ তাইপের শুয়ান ই গুওকে একপেশে লড়াইয়ে ৫:০ ব্যবধানে পরাজিত করলেন হায়দ্রাবাদের নিখাত।

সকাল ১১.০০, ২১শে নভেম্বর : সাতসকালে ফের অ্যাকশন মোডে ইডি, কলকাতা সহ পশ্চিমবঙ্গের ২০টি জায়গায় চলছে তল্লাশি

শুক্রবার কলকাতা সহ ঝাড়খণ্ডের ২৪ ঠিকানায় তল্লাশি শুরু হয়েছে। এদিন সকালে নরেন্দ্র খারকা নামে এক ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় হাজির হয়েছেন ইডি আধিকারিকরা।

সকাল ১০.৪০, ২১শে নভেম্বর : সাতসকালে ভূমিকম্পের কবলে কলকাতা, কাঁপলো দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রবার, ভারতীয় সময়ে সকাল ১০টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতায়। কম্পন টের পেয়েছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারাও। এক্স হ্যান্ডেলে শহর কলকাতার একাধিক বাসিন্দা জানিয়েছেন, প্রায় তিন সেকেন্ড সময় ধরে তাঁরা কম্পন অনুভব করেছেন। ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাতেও।

সকাল ০৮.৩০, ২১শে নভেম্বর : বঙ্গে তাপমাত্রার পারদ নিম্নগামী, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট

সাতসকালে কুয়াশায় মুড়ছে রাজপথ। ২১শে নভেম্বর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। তবে সূর্যের দেখা মিলবে। আজ ১৪ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File