Breaking News | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের

Saturday, September 13 2025, 5:41 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ১১.০০, ১৩ই সেপ্টেম্বর: তমন্নার মৃত্যুর কেসে চার্জশিট পেশ পুলিশের

নদিয়ার কালীগঞ্জে তমন্না খাতুনের মৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ করল পুলিশ। ৮৪ দিনের মাথায় চার্জশিট দেওয়া হলো। মূল অভিযুক্ত গয়াল শেখ-সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ।

রাত ১০.৪১, ১৩ই সেপ্টেম্বর: খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের

Trending Updates

খুনের পর উত্তরপ্রদেশে পালানোর সময় সেভেন এমএম পিস্তল ফেলে যায় দেশরাজ। ওই পিস্তল দিয়েই ঈশিতাকে খুন করা হয়েছিল। অবশেষে পিস্তলের খোঁজ মিললো। রাতেই দেশরাজকে নিয়ে কৃষ্ণনগর রেল স্টেশন চত্বরে পৌঁছন তদন্তকারীরা। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের শেষ মাথার ডোবা থেকে উদ্ধার হয় পিস্তল।

রাত ০৯.১৭, ১৩ই সেপ্টেম্বর: খাস কলকাতায় রমরমিয়ে চলছিল আন্তর্জাতিক মাদকচক্র! গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৩ মহিলা সহ ১০

এদিন যাদবপুর থেকে চক্রের পাণ্ডা তৌসিফ আহমেদকে গ্রেপ্তার কর হয়। তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা, কোকেন উদ্ধারের পাশাপাশি বেশ কিছু টাকাও উদ্ধার হয়। তৌসিফকে জেরা করে বিজয়গড়ে মাদকচক্রের ডেরা থেকে উদ্ধার হয়েছে ৩৪ কেজি গাঁজা, ৩৮৫ গ্রাম কোকেন, হাইড্রোফোনিক উইড। গ্রেফতার হয়েছে তিন মহিলা সহ ১০ জন।

সন্ধ্যা ০৮.৫৭, ১৩ই সেপ্টেম্বর: আত্মসমর্পণ মাও নেতা কিষেনজির স্ত্রী সুজাতার! তেলেঙ্গানা পুলিশের কাছে ধরা দিলেন আরও তিন

তেলেঙ্গানা পুলিশের হাতে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী নেত্রী সুজাতা। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। দীর্ঘ চার দশকের সশস্ত্র লড়াই শেষে আত্মসমর্পণ করলেন তিনি। তুতো ভাই প্যাটেল সুধাকর রেড্ডির হাত ধরেই বিপ্লবে হাতেখড়ি হয় সুজাতার।

সন্ধ্যা ০৮.০০,  ১৩ই সেপ্টেম্বর: অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

শুক্রবার গভীর রাতে মৃত্যু হয়েছে হাসপাতালের এল এমবিবিএস পড়ুয়া তরুণী অনিন্দিতা সোরেনের। এঘটনায় তরুণীর প্রেমিক মালদা মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ায় বিয়ের চাপ দিতেই তাঁকে বিষ খাইয়েছে উজ্জ্বল।

সকাল ১১.১৫, ১৩ই সেপ্টেম্বর: ৭.১ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, সুনামি সতর্কতা জারি কামচটকায়

শনিবার রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূলে ক্ষেত্র পেত্রোপাভলোভস্ক-কামচটকা পেনিনসুলাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ‘জিওলজিক্যাল সার্ভে’ জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। মাটির ৩৯.৫ কিমি গভীরে ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনের জেরে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সকাল ১১.০০, ১৩ই সেপ্টেম্বর: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়াকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

 কয়েকঘণ্টার মধ্যেই পলাতক পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্র। অভিযুক্ত সহ ঘটনাস্থলে উপস্থিত বাকি দুই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সকাল ০৮.৫০, ১৩ই সেপ্টেম্বর: অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে হামলার দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডি ব্রার-রোহিত গোদারার

বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলিতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি চালায় কিছু অজ্ঞাতপরিচয় আততায়ী। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File