Breaking News | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Wednesday, December 10 2025, 6:28 am
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


সকাল ১১.১৮, ১০ই ডিসেম্বর: কাকভোরে সাফাইকর্মীদের সজোরে ধাক্কা ফেরারির, গুরুতর আহত চালক সহ ৪

এদিন এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি ফেরারি গাড়ি রেসকোর্সের সামনে কর্মরত দুই মহিলা সাফাইকর্মীকে সজোরে ধাক্কা দেয়। রাস্তার ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে উল্টে যায় গাড়িটি। এঘটনায় দুই সাফাইকর্মী সহ গাড়িটির চালক এবং সওয়ারি (বাবা ও ছেলে) জখম হয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০.৪৫, ১০ই ডিসেম্বর: চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Trending Updates

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “এ বছর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। যাকে বলা হয় ‘এন্ড অফ লাইন’। ইনভিজিলেটর এর সই থাকা মানেই এরপর আর কোনও লেখা নেই।” সংসদের ব্যাখ্যা, পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে যাতে সমস্যা না হয় সেজন্যেই এই ব্যবস্থা।

সকাল ০৯.০০, ১০ই ডিসেম্বর: ভরা মরশুমে বন্ধ দার্জিলিংয়ের জনপ্রিয় নাইট ক্লাব 'গ্লেনারিজ', বড়দিনের আগে মনখারাপ পর্যটকদের

আবগারি নিয়ম অমান্য করার অভিযোগে দার্জিলিংয়ে বন্ধ করে দেওয়া হলো জনপ্রিয় নাইট ক্লাব গ্লেনারিজ। দার্জিলিংয়ের পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দাবি, আবগারি নিয়ম লঙ্ঘণ করা হয়েছে, এমনকী বারের লাইসেন্স রিনিউ হয়নি। তাই জন্য তিন মাসের জন্য ক্লাব বন্ধ করা হয়েছে।

সকাল ০৮.১৫, ১০ই ডিসেম্বর: দূষণে রাজধানীকে টক্কর কলকাতার! ময়দান এলাকায় "অতি খারাপ" বায়ুর মান

ভিক্টোরিয়া মেমোরিয়ালের ময়দান এলাকাকে বলা হয় কলকাতার ‘ফুসফুস’। আর এই এলাকার বায়ুর মানই চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের। গতকাল রাত আটটা নাগাদ দিল্লির একিউআই ছিল ২৯৯। ওই সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI ছিল ৩৪২। বায়ুর এই দূষণের জন্য কেন্দ্র ও রাজ্যের অব্যবস্থাকে দুষলেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ।

সকাল ০৭.৩০, ১০ই ডিসেম্বর: কলকাতায় কামড় বসাচ্ছে শীত, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট

আজ, ১০ই ডিসেম্বর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। আজ ১০ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী এক সপ্তাহ বাংলার আবহাওয়ায় কোনও অবনতির আশঙ্কা এখনও পর্যন্ত করা হচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে ঠান্ডার প্রকোপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File