Breaking News | কাশ্মীরের সংবাদপত্রের দফতরে তল্লাশি, উদ্ধার গুলি-কার্তুজ-পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র
Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
রাত ১০.৩০, ২০শে নভেম্বর : ‘অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন’- সুপ্রিম কোর্টে খালিদ-শারজিলদের জামিনের বিরোধিতায় ভিডিও দেখালো পুলিশ
২০২০ সাল থেকে জেলে আছেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমাম, উমর খালিদ এবং অন্যান্য অভিযুক্তরা। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা UAPAর ধারা সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এদিন তাঁদের জামিনের আবেদন খারিজ করে দিল্লি পুলিশ শারজিল ইমামের বেশ কয়েকটি ‘উস্কানিমূলক’ বক্তৃতার ভিডিয়ো ক্লিপ দেখায়।
রাত ১০.০৫, ২০শে নভেম্বর : কাশ্মীরের সংবাদপত্রের দফতরে তল্লাশি, উদ্ধার গুলি-কার্তুজ-পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র
বৃহস্পতিবার জম্মুর রেসিডেন্সি রোডে সংবাদপত্রের অফিসে তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)৷ অফিস থেকে এ কে রাইফেলের গুলি, কার্তুজ, পিস্তলের গুলি আর গ্রেনেডের তিনটে লিভার উদ্ধার করা হয়েছে।
রাত ০৯.১৫, ২০শে নভেম্বর : জারি হয়েছিল লুক আউট নোটিস, কাকদ্বীপে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে গ্রেপ্তার আইনজীবী
মামলা শুরু হতেই কার্যত উধাও হয়ে যান অভিযুক্ত আইনজীবী শেখ মানোয়ার আলম। মানোয়ারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে হায়দ্রাবাদ থেকে মানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হচ্ছে।
সন্ধ্যা ০৭.১৮, ২০শে নভেম্বর : দুমাসেই ছন্দপতন! ফের নেপালের রাস্তায় নেমেছে Gen-Zরা, কারফিউ জারি পুলিশের
তাল কেটেছে বুধবার। এদিন নেপালের বারা জেলায় সরকার বদলের দাবিতে ফের পথে নামে যুব বিক্ষোভকারীরা। অনুমান, বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সমর্থক ও সিপিএন ইউএমএলর কর্মী। বিক্ষোভ সামলাতে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কার্ফু জারি করেছে জেলাশাসকের দফতর।
সন্ধ্যা ০৬.৩৮, ২০শে নভেম্বর : সোনিয়া গান্ধীর জামাইয়ের বিরুদ্ধে চার্জশিট জমা ইডির, কী অভিযোগ রবার্টের বিরুদ্ধে?
ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সোনিয়ার জামাই রবার্ট বঢরার নাম উঠে এসেছে। রবার্টের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। দিল্লির আদালতে জমা পড়েছে অভিযোগপত্র।
সকাল ১১.৩০, ২০শে নভেম্বর : এনুমারেশন ফর্ম বিলির চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে বিএলও
জানা গিয়েছে, বুধবার সকালে কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস। আচমকা রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তপতী বিশ্বাস।
সকাল ১১.০০, ২০শে নভেম্বর : রাজধানী যেন গ্যাস চেম্বার! বায়ুর গুণমান (AQI) ছুঁয়েছে ৪০০, উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের
‘এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম’র তরফে জানানো হয়েছে, আগামী ছয় দিন দিল্লির বায়ুর গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘মারাত্মক’ স্তরের মধ্যেই থাকতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে খেলাধুলার অনুমতি দেওয়া মানে ‘বাচ্চাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেওয়া।’
সকাল ১০.৫০, ২০শে নভেম্বর : রাজনৈতিক চাপে এপস্টেইন ফাইলস-এ সই ট্রাম্পের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
ট্রাম্প দাবি করলেন, ‘আশা করছি ডেমোক্র্যাটদের আসল সত্য এবং জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্কের সত্য দ্রুত প্রকাশ পাবে। এর কারণ আমি এপস্টেইন ফাইলগুলি প্রকাশের জন্য বিলে সই করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের অসাধারণ জয় থেকে মনোযোগ সরানোর জন্য ডেমোক্র্যাটরা ‘এপস্টেইন’ ইস্যুটি ব্যবহার করেছে। এই ইস্যু রিপাবলিকান পার্টির তুলনায় তাঁদের অনেক বেশি প্রভাবিত করে।’
সকাল ০৮.২১, ২০শে নভেম্বর : ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে মাউন্ট সেমেরু, অগ্নুৎপাতের জেরে আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়
বুধবার আচমকাই সক্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট সেমেরু। আগ্নেয়গিরির জেরে আকাশ ঢেকেছে ছাই আর গরম গ্যাসের কুণ্ডলীতে। প্রায় দুই কিলোমিটার পুরু ছাইয়ের আস্তরণে একাধিক এলাকা পুরো ঢেকে গিয়েছে। সূত্রের খবর, প্রায় সাত কিলোমিটার দূর পর্যন্ত ছুটে যাচ্ছে আগ্নেয়গিরি থেকে উদ্গরিত গরম পাথর।
সকাল ০৭.৩৬, ২০শে নভেম্বর : দৃশ্যমানতা কমছে, নভেম্বরের শীতে ওঠানামা করছে শহর কলকাতার তাপমাত্রার পারদ
সাতসকালে কুয়াশায় মুড়ছে রাজপথ। আজ, ২০শে নভেম্বর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সূর্যের দেখা মিলবে। আজ ১২ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর।








