Breaking News | এনুমারেশন ফর্ম বিলির চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে বিএলও
Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সকাল ১১.৩০, ২০শে নভেম্বর : এনুমারেশন ফর্ম বিলির চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে বিএলও
জানা গিয়েছে, বুধবার সকালে কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস। আচমকা রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁকে কোন্নগর পুরসভার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তপতী বিশ্বাস।
সকাল ১১.০০, ২০শে নভেম্বর : রাজধানী যেন গ্যাস চেম্বার! বায়ুর গুণমান (AQI) ছুঁয়েছে ৪০০, উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের
‘এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম’র তরফে জানানো হয়েছে, আগামী ছয় দিন দিল্লির বায়ুর গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘মারাত্মক’ স্তরের মধ্যেই থাকতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে খেলাধুলার অনুমতি দেওয়া মানে ‘বাচ্চাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেওয়া।’
সকাল ১০.৫০, ২০শে নভেম্বর : রাজনৈতিক চাপে এপস্টেইন ফাইলস-এ সই ট্রাম্পের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
ট্রাম্প দাবি করলেন, ‘আশা করছি ডেমোক্র্যাটদের আসল সত্য এবং জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্কের সত্য দ্রুত প্রকাশ পাবে। এর কারণ আমি এপস্টেইন ফাইলগুলি প্রকাশের জন্য বিলে সই করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের অসাধারণ জয় থেকে মনোযোগ সরানোর জন্য ডেমোক্র্যাটরা ‘এপস্টেইন’ ইস্যুটি ব্যবহার করেছে। এই ইস্যু রিপাবলিকান পার্টির তুলনায় তাঁদের অনেক বেশি প্রভাবিত করে।’
সকাল ০৮.২১, ২০শে নভেম্বর : ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে মাউন্ট সেমেরু, অগ্নুৎপাতের জেরে আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়
বুধবার আচমকাই সক্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট সেমেরু। আগ্নেয়গিরির জেরে আকাশ ঢেকেছে ছাই আর গরম গ্যাসের কুণ্ডলীতে। প্রায় দুই কিলোমিটার পুরু ছাইয়ের আস্তরণে একাধিক এলাকা পুরো ঢেকে গিয়েছে। সূত্রের খবর, প্রায় সাত কিলোমিটার দূর পর্যন্ত ছুটে যাচ্ছে আগ্নেয়গিরি থেকে উদ্গরিত গরম পাথর।
সকাল ০৭.৩৬, ২০শে নভেম্বর : দৃশ্যমানতা কমছে, নভেম্বরের শীতে ওঠানামা করছে শহর কলকাতার তাপমাত্রার পারদ
সাতসকালে কুয়াশায় মুড়ছে রাজপথ। আজ, ২০শে নভেম্বর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সূর্যের দেখা মিলবে। আজ ১২ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর।








