Breaking News | ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অরূপ বিশ্বাসের!
Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
দুপুর ২.৫০, ১৬ই ডিসেম্বর: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অরূপ বিশ্বাসের!
যুবভারতী কান্ডের জেরে শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করলেন অরূপ বিশ্বাস। কিছুক্ষণের মধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ জানান, “ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।”
দুপুর ২.৩৭, ১৬ই ডিসেম্বর: যুবভারতীর ঘটনায় শোকজ় DG রাজীব কুমার, বিধাননগরের CP মুকেশ কুমার!
যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় শোকজ় করা হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। এ ছাড়াও বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর।
দুপুর ২.২৮, ১৬ই ডিসেম্বর: বিচারপতির বাংলো থেকে পোড়া টাকা উদ্ধার, সব পক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের!
দিল্লি হাইকোর্টের 'বিতর্কিত' প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, তাঁর বিরুদ্ধে ইমপিচপেন্ট (অপসারণ) নিয়ে সংসদীয় কমিটির তদন্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত।
দুপুর ২.২৬, ১৬ই ডিসেম্বর:ভারতে নিয়ে আসা হলো গোয়ার নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরাকে
ভারতে নিয়ে আসা হলো গোয়ার নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরাকে।মঙ্গলবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় তাঁদের বিমান। জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁদের দেশে ফিরিয়ে এনেছেন। পরবর্তী তদন্তের জন্য পাটিয়ালা হাউস কোর্ট থেকে তাঁদের ট্রানজ়িট রিমান্ডে গোয়ায় নিয়ে যাবে পুলিশ।
দুপুর ১.৫৬, ১৬ই ডিসেম্বর: ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তানের করাচি!
মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের করাচি এবং বালোচিস্তান প্রদেশের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.২। ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল বালোচিস্তানের সোনমিয়ানি। ভূপৃষ্ট থেকে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ১২ কিলোমিটার। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।
বেলা ১১.৫০, ১৬ই ডিসেম্বর: ন্যাশনাল হেরাল্ড মামলায় ED-র চার্জশিট নিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের!
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ED-র ফাইল করা চার্জশিট নিতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট।
সকাল ০৯.৩৫, ১৬ই ডিসেম্বর: দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার হতে পারেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক!
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। অভিযোগ, পেট্রোলিয়াম মন্ত্রী থাকার সময়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে আদালত।








