আজকের সেরা খবর | “আমাকে ফাঁসানো হচ্ছে! ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে”! মন্তব্য আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের!

Monday, November 4 2024, 10:51 am
highlightKey Highlights

এক নজরে দিনের সেরা বাছাই করা বিজ্ঞাপনহীন খবর পড়ুন নিশ্চিন্তে বেঙ্গলBYTE-এ।


“আমাকে ফাঁসানো হচ্ছে! ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে”! মন্তব্য আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের!

সোমবার আরজিকর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারায় গঠিত হয় চার্জ। এরপর  সাংবাদিকদের সামনে সঞ্জয় বলে ওঠেন, ‘সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমি রেপ মার্ডার করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল।’

আরজিকর কাণ্ডের ৮৭ দিনের মাথায় শুরু চার্জ গঠন প্রক্রিয়া!

আরজিকর ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু।১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি। এখনও পর্যন্ত সিবিআইয়ের চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নামই রয়েছে। 

৬ বছর পর জম্মু ও কাশ্মীরে প্রথম বিধানসভা অধিবেশন! 

জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন জাতীয় কনফারেন্সের অভিজ্ঞ নেতা আব্দুল রহিম রাথার। এদিন ৬ বছর পর প্রথম অধিবেশন আয়োজিত হয় জম্মু কাশ্মীরে।

উত্তরাখণ্ডে ২০০ মিটার খাদে গড়িয়ে পড়লো যাত্রীবাহী বাস!

উত্তরাখণ্ডে খাদে বাস পরে মর্মান্তিক দুর্ঘটনা! সূত্রের খবর, বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। আলমোড়ার মারচুলার কাছে একটি বাঁকের মুখে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি ভারসাম্য হারিয়ে ফেলে ২০০ মিটার খাদে গড়িয়ে পরে। এই ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File