Ahmedabad plane crash | ‘কেন ফুয়েল ‘কাটঅফ’ করলে?’- প্রকাশ্যে পাইলটদের শেষ কথোপকথন! কী ঘটেছিল সেদিন?

Saturday, July 12 2025, 3:08 am
highlightKey Highlights

ককপিটের ভয়েস রেকর্ডারে শোনা গিয়েছে, একজন পাইলট টেকঅফের পরেই অন্যজন পাইলটকে জিজ্ঞেস করছেন, ‘তুমি কেন ফুয়েল ‘কাটঅফ’ করলে?’


১২ই জুন আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪১ জন বিমানযাত্রী ও ক্রু সহ মোট ২৭০ জন। দুর্ঘটনার এক মাসের মাথায় রিপোর্ট পেশ করলো ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। রিপোর্টে উল্লেখ করা হয়েছে শেষ কয়েক মুহূর্তের ককপিটের ভয়েস রেকর্ডার। শোনা যাচ্ছে, একজন পাইলট টেকঅফের পরেই অন্যজন পাইলটকে জিজ্ঞেস করছেন, ‘তুমি কেন ফুয়েল ‘কাটঅফ’ করলে?’ অপর পাইলট জবাবে বলেন, ‘আমি ফুয়েল ‘কাটঅফ’ করিনি। আমি কিছু করিনি।’ এই কথোপকথন থেকে ইঙ্গিত পাওয়া যায় ইঞ্জিন বিকল হওয়াই দুর্ঘটনার কারণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File