রাশি ফল

বৃহস্পতিবার ৭ই জুলাই ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (7th July, 2022)

বৃহস্পতিবার ৭ই জুলাই ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (7th July, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন বৃহস্পতিবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

মেষ রাশি

আজ নিজের থেকে বেশি কাউকে গুরুত্ব দেবেন না। অযথা কারওর দোষ খুঁজবেন না। কেউ আপনাকে আঘাত করার সুযোগ পেলেও যেন না করতে পারে। প্রেমের দিকে বেশি এগোবেন না। শিক্ষায় সবকিছু আজ আপনার তরফে যাবে। এর ওর কথায় কান দেবেন না।

বৃষ রাশি

আজ অযথা কারওর কথায় কান দেবেন না। স্ত্রীর সঙ্গে আজকে ঝামেলা না করলেই ভাল। নিজের দিকে খেয়াল রাখুন। পড়াশোনায় মন দিলেই ভাল। কর্মক্ষেত্রে আজকে ভাল সুযোগ আসতে পারে। সাম্প্রতিক ঘটনায় বিরক্ত হবেন। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পাবেন।

মিথুন রাশি

আজ কাছের মানুষের থেকে বিপদের আশঙ্কা রয়েছে। নতুন কোনও কাজের আগে বাবা মায়ের থেকে পরামর্শ নিলে ভাল। ধৈর্য বজায় রাখুন। অতীতের ঘটনা থেকে আজ মুক্তি পাবেন। নিজের ভাল লাগে এমন কাজ করুন। এর ওর কোথায় কান দেবেন না।

কর্কট রাশি

আজ অফিসে ভাল খবর পেতে পারেন। আজ আপনার ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। এই রাশির শিক্ষার্থীরা তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি খুব চটপটে থাকবেন।

সিংহ রাশি

স্বাস্থ্যের দিকে নজর রাখুন। মনের কথা আজকে শুনবেন না। নতুন মানুষের আগমনে আজ ভাল কিছু ঘটবে। বিচলিত থাকবেন। বেশি সজাগ থাকুন। শান্ত থাকলেই আজকে ভাল। অন্যের থেকে সতর্ক থাকলেই মঙ্গল। অন্যের রহস্য ফাঁস হবে।

কন্যা রাশি

আজ আর্থিকভাবে সবল থাকবেন। সাবধানে হাঁটাচলা করুন। শক্তি সঞ্চয়ের সুযোগ হবে। মানসিক চাপ থাকবে। শিক্ষার দিকে মন দিলে ভাল। খালি সময়ে বেশি চিন্তাভাবনা করবেন না। অন্যের সুবিধায় কাজ করুন। বেশি ঐশ্বরিক চিন্তাভাবনা করলে মুশকিল।

তুলা রাশি

আজ আপনার প্রেমের সম্পর্কে নয়া মোড় আসতে পারে। সম্পর্ক বাঁচাতে শিখুন। বেশি অহংকার ভাল নয়। কারওর কথা মনে নেবেন না। এদিক ওদিকের কথায় বিশ্বাস করবেন না। জটিল পরিস্থিতিতে মানিয়ে নিন। পরিবারের কারণে মুশকিলে পড়বেন।

বৃশ্চিক রাশি

নিজের দক্ষতা দিয়ে কাজ করুন। উদ্বেগ থেকে দূরে থাকুন। মানসিক ভাবে শান্ত থাকুন। অতিথিদের কারণে আজ অনেক মুশকিলে পড়বেন। কর্মক্ষেত্রে ভুল করবেন না। পরিস্থিতি মোকাবিলা করতে শিখুন।

ধনু রাশি

কর্মক্ষেত্রে আজ অনেক মুশকিলের সম্মুখীন হতে পারেন। সঞ্চয় শুরু করুন। অভিভাবকের কথা শুনে কাজ করুন। বাড়িতে উত্তেজনা থাকবে। কেউ অন্যায় করলে আজ ক্ষমা করে নিন।

মকর রাশি

নিজের মত করে কাজ করুন। শরীরের দিকে নজর রাখুন। বোধশক্তি কাজে লাগান। এরপর থেকে কোনও কাজ করতে গেলে অভিভাবকের কথা শুনেই করুন। প্রেমের জন্য যথেষ্ট জটিল সময়। পেশাদারী উন্নতি হবে।

কুম্ভ রাশি 

আজ আপনার প্রেমের দিকে উৎফুল্লতা থাকবে। অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন। মেজাজ ভাল রাখুন। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যোগাযোগ ভাল থাকবে। রাস্তায় হাঁটাচলা করতে সাবধান।

মীন রাশি

এই রাশির জাতক জাতিকাদের আজ কোনো অজানা উৎস থেকে অর্থ আসবে। এদিক ওদিক থেকে যা সুযোগ আসবে, সেটিকে কাজে লাগানোর দরকার নেই। অহেতুক দোষ খোঁজা বন্ধ করুন। প্রেমের দিকে আজ গন্ডগোল। কারওর মন ভাল রেখে কথা বলার দরকার নেই।

আরও পড়ুন: 


Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Kolkata Drug Ring | খাস কলকাতায় রমরমিয়ে চলছিল আন্তর্জাতিক মাদকচক্র! গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৩ মহিলা সহ ১০
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo