রাশি ফল

সোমবার ৩রা জানুয়ারি ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 3rd january, 2022)

সোমবার ৩রা জানুয়ারি ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 3rd january, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন সোমবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন সোমবারের রাশিফল

মেষ রাশি

অত্যধিক দুশ্চিন্তার কারণে আজ আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে। শরীরিক দিক দিয়ে অবনতি হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। আজকে কোনো বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াই আপনার জন্য শ্রেয়। 

বৃষ রাশি

আজ আপনার মন মোটামুটি তরতাজা থাকবে। অর্থ ব্যয় করার আগে চিন্তা আসতে পারে। পরিবারের সঙ্গে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আজ নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। যদি নিজের বদল চান তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।

মিথুন রাশি

আজ আপনি অচেনা কোনো ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করবেন না তাতে আপনার বিপদের আশঙ্কা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আজ অনেক সুবিধা আসবে। প্রেমে আনন্দদায়ক এবং চমৎকার পরিস্থিতি থাকবে তবে এর পাশাপাশি ঝামেলাও থাকবে। 

কর্কট রাশি

আজ আপনার মেজাজ কিছুটা খারাপ থাকতে পারে। অনেককিছু কারণে আজ আপনার মনে উদ্বেগ সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। 

সিংহ রাশি

আজ আপনার প্রেম সম্পর্কে ভাঙন ঘটতে পারে। নিজের দৃঢ়তা বজায় রাখুন। আজ আপনার শারীরিক শক্তির প্রাচুর্যতা থাকবে। কাজের অত্যধিক চাপ আজ আপনার বিরক্তির কারণ হতে পারে। আজ অর্থের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কন্যা রাশি

পারিবারিক সমস্যা কিছুটা ভাগ করে নিন। সন্তানের প্রতি যত্নশীল হন। এখন থেকে আগামী ভবিষ্যতের দিকে তাকানো উচিত। অর্থ সংগ্রহ হবে তবে ব্যয়ও লেগে থাকবে। আজ আপনার স্বতঃস্ফূর্ত মনোভাব বজায় রাখুন। 

তুলা রাশি

আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে। তবে আজ আর্থিকদিক থেকে গোলযোগ সৃষ্টি হতে পারে। আপনার জীবনে আজ অনেক নতুন সুযোগ আসবে। পরীক্ষামূলক কোনো বিষয়ে অংশগ্রহণ করুন। পরিবারের দিকে নজর দিন। 

বৃশ্চিক রাশি

আজ আপনার মনে সুখ থাকবে। জরুরি কাজগুলো আজ শেষ নাও হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আজ আপনার বিপুল পরিমাণে  অর্থ ব্যয়ের যোগ আছে। কর্মের দ্বারা আজ সুখ অনুভব করতে পারবেন না। 

ধনু রাশি

আজ আপনার ওপর আলসেমি একটু জেঁকে বসতে পারে। ব্যবসায় মন নাও বসতে পারে। আজ পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারেন। তবে আবেগতাড়িত মন আজ আপনাকে কাঁদাতেও পারে। আপনার নিজস্ব জগতে কিছুটা সময় বিচরণ করুন তাতে মন ভালো থাকবে।

মকর রাশি

আজ আপনি অনেকের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। অর্থযোগ মোটের উপর শুভ। তবে আজ কিছুক্ষেত্রে নিজেকে একা বোধ করতে পারেন। প্রেমে চটক থাকবে। দাম্পত্যে সুখ অনুভূত হবে। আজ আপনার কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে।

কুম্ভ রাশি

ব্যবসার ক্ষেত্রে আজ অর্থ সংক্রান্ত বিষয়ে নাজেহাল থাকতে পারেন।আজ আপনার কোনো গোপন কথা গোপন নাও থাকতে পারে। আজ আপনার পারিবারিক যোগ মোটের উপর শুভ। 

মীন রাশি

 আজ আপনার জীবনে নতুন কিছু করার সময় এসে গেছে। অযথা তৈরী হওয়া কোনো ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রেমের পথে বহু বাধার সম্মুখীন হতে পারেন। মনের কথা অন্যের কাছে ব্যক্ত করুন। 


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Paschim Medinipur | চার বছরের শিশুকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে ধৃত তান্ত্রিক
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla