Ajit Pawar Plane crash | অজিত পাওয়ারের চালকের আসনে ক্যাপ্টেন শাম্ভবী! মৃত তরুণীও, কে এই বিমানচালক?

Thursday, January 29 2026, 4:28 am
Ajit Pawar Plane crash | অজিত পাওয়ারের চালকের আসনে ক্যাপ্টেন শাম্ভবী! মৃত তরুণীও, কে এই বিমানচালক?
highlightKey Highlights

এদিন বিমানচালকের আসনে ছিলেন ক্যাপ্টেন শাম্ভবী পাঠক৷ দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে৷


বুধবার সকালে বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এদিন Learjet 45 বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন শাম্ভবী পাঠক। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। শাম্ভবী VSR Ventures (দিল্লি-বেসড নন-সিডিউলড এয়ার ট্রান্সপোর্ট অপারেটর) সংস্থার ফার্স্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন। ফোর্স বাল ভারতী স্কুলে সেকেন্ডারি এডুকেশন সম্পন্ন করেন৷ তারপরে নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল পাইলট একাডেমিতে একজন বাণিজ্যিক পাইলট এবং ফ্লাইট ক্রু হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File