Nepal Airplane Crash । ফের নেপালে বিমান দুর্ঘটনা! টেক অফের সময় ১৯ জন যাত্রী নিয়ে কাঠমান্ডুতে ভেঙে পরে বিমান

Wednesday, July 24 2024, 7:19 am
Nepal Airplane Crash । ফের নেপালে বিমান দুর্ঘটনা! টেক অফের সময় ১৯ জন যাত্রী নিয়ে কাঠমান্ডুতে ভেঙে পরে বিমান
highlightKey Highlights

ক অফের সময় বুধবার রাজধানী শহর কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি বিমান।


নেপালে বিমান দুর্ঘটনা! টেক অফের সময় বুধবার রাজধানী শহর কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি বিমান। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। তবে আগুন নেভানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ১৯ জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।একাধিক হতাহতের আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নেপালের ডোমেস্টিক সূর্য এয়ারলাইন্সের, রিসর্ট শহর পোখরার দিকে যাচ্ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File