Kolkata Airport | ফের বিমান বিভ্রাট! মধ্যরাতে তড়িঘড়ি কলকাতায় নামল এয়ার ইন্ডিয়ার বিমান
Tuesday, June 17 2025, 5:30 am
Key Highlightsযান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার (AI180 বোয়িং 777-200LR) সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী বিমানের অবতরণ কলকাতা বিমানবন্দরে।
সোমবার এয়ার ইন্ডিয়ার (AI180 বোয়িং 777-200LR) সান ফ্রান্সিসকো টু মুম্বই উড়ান কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিলো। রাত ২টো নাগাদ কলকাতা থেকে মুম্বই রওনা হওয়ার কথা ছিল ওই উড়ানের। কলকাতার পৌঁছে বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ঝুঁকি নেননি পাইলট। সোমবার রাত পৌনে একটা নাগাদ কলকাতায় অবতরণ করানো হয় বিমানটিকে। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে বিমান থেকে নামানো হয় যাত্রীদের। উল্লেখ্য, গত ১২ই জুন আমেদাবাদ থেকে টেকঅফের পরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ২৭০ জন এয়ার ইন্ডিয়ার যাত্রীর।
- Related topics -
- দেশ
- এয়ার ইন্ডিয়া
- শহর কলকাতা
- বিমানবন্দর
- বিমান
- ভারতীয় বিমান
- বিমান পরিষেবা
- বিমান দুর্ঘটনা
- ভাইরাল

