Air India | মাঝআকাশে ইঞ্জিনে আগুন! তড়িঘড়ি দিল্লিতে নামলো এয়ার ইন্ডিয়ার বিমান
Sunday, August 31 2025, 5:15 am

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে গোলযোগ। মাঝ আকাশে একটি ইঞ্জিনে আগুন।
বিমান বিভ্রাটের জেরে ফের চর্চায় এয়ার ইন্ডিয়া! মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন আতংক। সূত্রের খবর, রবিবার দিল্লি থেকে ইন্দরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমানটি। বিমান বন্দর ছেড়ে কিছুটা উড়তেই বিমানকর্মীরা টের পান বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লেগেছে। ককপিটে খবর যেতেই ওই ইঞ্জিনটি বন্ধ করে অন্য ইঞ্জিনের সাহায্যে তড়িঘড়ি বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যাত্রীদের নিয়ে নিরাপদেই মাটিতে নেমে আসে বিমানটি। কতৃপক্ষ সূত্রে খবর, সকল যাত্রী সুস্থ এবং নিরাপদে আছেন।
- Related topics -
- দেশ
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান চালক
- বিমান বন্দর
- এয়ার ইন্ডিয়া
- অগ্নিকান্ড