Air India | এবার ডোমেস্টিক ফ্লাইটেও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট! ভারতে প্রথমবারের জন্য পরিষেবা আনছে এয়ার ইন্ডিয়া
Thursday, January 2 2025, 8:14 am
Key Highlightsভারতের ডোমেস্টিক ফ্লাইটে প্রথমবার এই পরিষেবা চালু করতে চলেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।
এবার বিমানে ভ্রমণ করার সময়ও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে ওয়াই ফাই পরিষেবা! ভারতের ডোমেস্টিক ফ্লাইটে প্রথমবার এই পরিষেবা চালু করতে চলেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। বুধবার সংস্থার তরফে জানানো হয়, এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭-৯ এবং এয়ারবাস এ৩২১নিও-র নির্বাচিত কয়েকটি বিমানেই এই পরিষেবা শুরুতে পাওয়া যাবে। তবে প্রাথমিক ভাবে বিশেষ কয়েকটি উড়ানে এই পরিষেবা মিললেও পরবর্তীকালে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটেই এই পরিষেবা পাওয়া যাবে।
-  Related topics - 
 - ভারত
 - দেশ
 - বিমান
 - বিমান পরিষেবা
 - ভারতীয় বিমান
 - এয়ার ইন্ডিয়া
 

 