Air India | ফুয়েল সুইচে কোনো সমস্যা নেই! বিতর্ক উড়িয়ে জানালো এয়ার ইন্ডিয়া

বোয়িং ৭৮৭-৮ বিমানের ফুয়েল সুইচে কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া।
এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময়ে বিমানটির দু’টি ইঞ্জিনের জ্বালানি ‘কাটঅফ’ মুডে চলে যায়। এর পরেই ডিজিসিএর তরফে নির্দেশ দেওয়া হয়, ২১ জুলাইয়ের মধ্যে বোয়িং বিমানের এফসিএস খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে। নির্দেশ মেনে এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ৭৮৭-৮ বিমানে পরীক্ষা নিরীক্ষার পর উড়ান সংস্থা জানিয়েছে, বিমানের ফুয়েল সুইচে কোনও সমস্যা নেই। বিমানের কোনও অংশেই কোনো সমস্যা নেই। উল্লেখ্য, ইতিমধ্যেই আন্তর্জাতিক রুটে ফের উড়ান চালু করছে এয়ার ইন্ডিয়া।