দেশ

Air India | অবতরণের পরই বিমানে আগুন! ফের এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনা!

Air India | অবতরণের পরই বিমানে আগুন! ফের এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনা!
Key Highlights

অবতরণের পরই উড়ানটির ‘অক্জিলিয়ারী পাওয়ার ইউনিটে’ আচমকা আগুন লেগে যায়।

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনা! অবতরণের পরই উড়ানে লাগল আগুন। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ বিমানটি হংকং থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপরই উড়ানটির ‘অক্জিলিয়ারী পাওয়ার ইউনিটে’ আচমকা আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন উদ্ধারকারী দল এবং দমকলকর্মীরা। দ্রুত বিমানের ভিতর থেকে বের করে আনা হয় সকল যাত্রী এবং ‘ক্রু’দের। সকলেই সুরক্ষিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণেও আনা হয়। কিন্তু কীভাবে ওই বিমানে আগুন লাগলো তা জানা যায়নি।