Air India | যান্ত্রিক ত্রুটি, রান ওয়ের দিকে রওনা হয়েও উড়তে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান

Friday, September 5 2025, 6:03 am
highlightKey Highlights

পরবর্তীতে মেরামতির পরে ১৪০ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বাগডোগরা উদ্দেশ্যে রওনা দেয়।


ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, এদিন এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস এর আই এক্স ১৫৯১ বিমানটি ১৪৩ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বাগডোগরা উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিমানটি ট্যাক্সিবে থেকে রান ওয়ের দিকে রওনা দেওয়ার সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুত এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটি রান হয়ে থেকে পুনরায় ট্যাক্সি বেতে নিয়ে আসা হয়। দীর্ঘ তিন ঘন্টা ধরে ডান দিকের ইঞ্জিনের ত্রুটি মেরামত করেন বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File