সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া, লাখ লাখ যাত্রীর তথ্য চুরি করেছে হ্যাকাররা

Saturday, May 22 2021, 6:13 am
highlightKey Highlights

এয়ার ইন্ডিয়া এক বড়োসড়ো সাইবার হানার কবলে পড়ল। আশঙ্কা করা হচ্ছে এই এয়ারলাইন্স এর লাখ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ব্যক্তিগত তথ্য চুরি করেছে নিচ্ছে হ্যাকাররা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ২০১১ সালের ২৬ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যেসকল যাত্রী ছিল তাদের বহু ব্যক্তিগত তথ্য হ্যাকারা বাজেয়াপ্ত করে ফেলেছে। বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তথ্য চুরি হলেও তাদের সিস্টেমের কোনও ক্ষতি হয়নি।এই পরিস্থিতিতে যাত্রীদের পাসওয়ার্ড অবিলম্বে বদল করার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়াও ডেটা ব্যাঙ্কের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞদের দিয়ে সার্ভার পরীক্ষা করানো হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File