Ahmedabad Plane Crash | ‘চাপসৃষ্টি’-র অভিযোগ নস্যাৎ, নিহতদের দুই তৃতীয়াংশের পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সাহায্য, দাবি এয়ার ইন্ডিয়ার

Saturday, July 5 2025, 4:20 pm
highlightKey Highlights

এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন,দুই তৃতীয়াংশের কাছে অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্য পৌঁছে গিয়েছে বা আর্থিক সাহায্য পাওয়ার ফাইনাল স্টেজে রয়েছে।


বিমান দুর্ঘটনার পর নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকার ‘অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্য’র ঘোষণা করেছিল এয়ার ইন্ডিয়া। তবে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিমান দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দিতে নারাজ সংস্থা, দেওয়া হচ্ছে হুমকিও! এই বিতর্কের মাঝেই শুক্রবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই তৃতীয়াংশের পরিবারকে ইতিমধ্যেই আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, বাকিরা আর্থিক সাহায্য পাওয়ার ফাইনাল স্টেজে রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File