ISL | ISL নিয়ে জট কাটাতে ১৩টি ক্লাবের সঙ্গে বৈঠকে বসলো AIFF! কী সিদ্ধান্ত চূড়ান্ত হলো?

Thursday, August 7 2025, 12:35 pm
highlightKey Highlights

ISL নিয়ে জট কাটাতে আজ দুপুরে নয়াদিল্লিতে AIFF বৈঠকে বসেছিল ISL এর অংশগ্রহণকারী ১৩ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে।


ISL নিয়ে জট কাটাতে আজ দুপুরে নয়াদিল্লিতে AIFF বৈঠকে বসেছিল ISL এর অংশগ্রহণকারী ১৩ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে। এরপর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, চলতি মরশুমে ISL কিছুটা দেরিতে হতে পারে। ফর্ম্যাট বা অন্যান্য বিষয়েও বদল হতে পারে। ক্লাবগুলি যাতে পর্যাপ্ত প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য AIFF প্রস্তাব করেছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হোক। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফের বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File