Super Cup | ISL শেষ হলেই শুরু হবে সুপার কাপ! সূচি প্রকাশ করলো AIFF! কবে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?
Monday, April 7 2025, 10:14 am
Key Highlightsসুপার কাপের সূচি প্রকাশ করলো AIFF। ১২ এপ্রিল ISL শেষ হওয়ার পরই ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ।
সুপার কাপের সূচি প্রকাশ করলো AIFF। ১২ এপ্রিল ISL শেষ হওয়ার পরই ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ফাইনাল খেলা হবে ৩মে। প্রথম দিনেই মাঠে নামবে দুই প্রধান, কেরালা ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গল। আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। সেক্ষেত্রে বিপক্ষে নামতে পারে রিয়াল কাশ্মীর এফসি। এদিকে এমনভাবে সূচি সাজানো হয়েছে যে সুপার কাপের কোয়ার্টার ফাইনালেই ডার্বি হতে পারে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জেতে তাহলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

