Manolo Marquez | হংকংয়ের কাছে লজ্জার হার, বরখাস্ত হতে চাইছেন ভারতের কোচ মানোলো মার্কেস

হংকংয়ের কাছে হারের পরে ভারতের কোচ মনোলো মার্কেস ফেডারেশনকে অনুরোধ করছেন তাঁকে বরখাস্ত করার জন্য।
ক্রিকেটে দাপট দেখালেও ভারতীয় ফুটবলের করুন দশা। মঙ্গলবার AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের কাছে হেরে গিয়েছে ভারত। ম্যাচে একটাও গোল করতে পারেননি ভারতের সুনীল, লিস্টন, আশিকরা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কোচ মানোলো মার্কেসকে নিয়ে। সূত্রের খবর, কোচের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য AIFF এর কাছে আবেদন করতে চলেছেন মার্কেস। কোচের ব্যাকফুটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ কোমর ভাঙছে ভারতীয় দলের।